খেলা বিভাগে ফিরে যান

অলিম্পিক্সে ভারত কেমন করবে ২৪ তারিখ? জেনে নিন সূচি

July 23, 2021 | < 1 min read

২৪শে জুলাই ভারতীয়দের জন্য টোকিও অলিম্পিক্সে উল্লেখযোগ্য দিন হয়ে উঠতে পারে। আগামীকাল, ভারতীয় ক্রীড়াবিদরা যদি নিজেদের ছাপিয়ে যেতে পারে, তাহলে ঝুলিতে আসতে পারে ২-৩টি মেডেল।

দেখে নিন কাল কোন কোন খেলায় প্রতিনিধিত্ব করবে ভারতীয় ক্রীড়াবিদরা।

তীরন্দাজি মিক্সড টিম এলিমিনেশনস:
ভারতের দীপিকা কুমারি ও প্রবীণ যাদব মুখোমুখি হবেন চিনা তাইপেই জুটি চিয়া-এন লিন ও চি-চুন তাংয়ের।
ভারতীয় সময়ে সকাল ৬টায় খেলা। ব্রোঞ্জ পদক ম্যাচ দুপুর ১২টা ৫৫ মিনিটে। সোনার পদকের ম্যাচ দুপুর ১টা ১৫ মিনিটে।

ব্যাডমিন্টন
ডাবলসে ভারতের স্বাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টির মুখোমুখি চিনা তাইপেই জুটি ইয়াং লি ও চি-লিন ওয়াং। ভারতীয় সময়ে ম্যাচ সকাল ৮টা ৫০ মিনিটে।
সিঙ্গলসে বি সাই প্রনীতের মুখোমুখি ইজরায়েলের মিশা জিলবেরমান। ভারতীয় সময় ম্যাচ সকাল ৯টা ৩০ মিনিটে।

বক্সিং
ভারতের বিকাশ কৃষ্ণ বনাম জাপানের সিওনরেটস কুইনসি মেনশা ওকাজাওয়া, ৬৯ কেজি বিভাগে রাউন্ড অফ থার্টিটু-র ম্যাচ। ভারতীয় সময় বিকাল ৩টে ৪৫ মিনিটে।

হকি
ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ড (পুরুষ), ভারতীয় সময় সকাল ৬টা ৩০ মিনিটে।
ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ড (মহিলা) ভারতীয় সময় সকাল ৫টা ১৫ মিনিটে।

জুডো
ভারতের লিকমাবাম সুশীলা দেবীর মুখোমুখি হাঙ্গেরির ইভা সার্নোভিকজি, মহিলাদের ৪৮ কেজি বিভাগে রাউন্ড অফ থার্টিটু-র বাউট। ভারতীয় সময় খেলা শুরু সকাল ৭টা ৩০ মিনিটে।

রোয়িং
অর্জুন লাল জাট ও অরবিন্দ সিং পুরুষদের লাইটওয়েট ডাবল স্কালস হিট টু, ভারতীয় সময় খেলা শুরু সকাল ৭টা ৩০ মিনিটে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Tokyo Olympics 2021

আরো দেখুন