← কলকাতা বিভাগে ফিরে যান
বস্তিবাসীর পানীয় জলের সমস্যা মেটাল কলকাতা পুলিশ
আরও একবার পুলিশের মানবিক রূপ দেখল শহর। আর্তের পাশে দাঁড়াল কলকাতা পুলিশ।
মাঝেরহাট রেল স্টেশনের কাছেই তারাতলা থানার আওতায় মৌ বস্তি। সেখানে মূলত দরিদ্র শ্রমিক এবং মধু বিক্রেতাদের বাস। সংসারের অভাব অনটন তো ছিলই। এছাড়াও সেখানকার প্রায় ১৭০ জন বাসিন্দার আরও একটি বড় সমস্যা ছিল। তা হল পানীয় জলের। বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার হেঁটে খাওয়ার জল আনতে হত মানুষগুলোকে।
ঘটনাচক্রে কলকাতা পুলিশের নজরে আসে এই সমস্যা। আর সাথে সাথেই সমস্যার সমাধানে উদ্যোগ নেন সাউথ-ওয়েস্ট ট্রাফিক গার্ডের ওসি, ইনস্পেকটর প্রসেনজিৎ চ্যাটার্জি, ও কমিউনিটি পুলিসিং শাখার ওসি, ইনস্পেকটর মানস ঝা।
আর কিছু দিনের মধ্যেই মৌ বস্তিতে বসানো হয় পানীয় জলের ট্যাঙ্কার। পানীয় জলের সমস্যা থেকে মুক্তি পান ১৭০ জন বাসিন্দা।