তৃণমূলের সংসদীয় কমিটির নব নির্বাচিত চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়
এবার তৃণমূলের সংসদীয় কমিটিরও সভাপতি নির্বাচিত হলেন চেয়ারপার্সন (chairperson) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে তৃণমূলের (TMC) রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ ব্রায়েন (Derek O’Brien) এ কথা ঘোষণা করেন। তিনি জানান, ‘দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সভাপতি বানাতে তৃণমূলের সংসদীয় কমিটি সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাশ করেছে।’
এদিন বৈঠকে উপস্থিত আরও এক রাজ্যসভা সাংসদ সুখেন্দু শেখর রায় বলেন, ‘নিপীড়তদের লাইট হাউজ মমতা বন্দ্যোপাধ্যায়, এখন থেকে সংসদের বিষয়েও আমাদের দিশা দেখবেন। আমরা এই সিদ্ধান্ত নিয়ে আনন্দিত। আমাদের যেই সাংসদরা গতকালের মিটিং- এ উপস্থিত ছিলেন না তাঁরাও এই সিদ্ধান্তে খুশি। তাঁরা দিল্লিতে এসে এই প্রস্তাবে সাক্ষর করে দেবেন।’
মমতার এই পদে বসার অর্থ, দলের লোকসভা এবং রাজ্যসভার সাংসদরা কোন রণনীতিতে কাজ করবেন, তা এবার থেকে ঠিক করবেন দলনেত্রী নিজেই।
এমনিতে, সাংসদ না হওয়া সত্ত্বেও কোনও দলের সংসদীয় কমিটির প্রধান নির্বাচিত হওয়াটা বিরল। কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে তা আরও বিরল। একজন মুখ্যমন্ত্রীর পক্ষে দিল্লিতে গিয়ে সংসদীয় রাজনীতি নিয়ন্ত্রণ করাটা কঠিনও বটে। কিন্তু তৃণমূল সুপ্রিমো সেই কঠিন চ্যালেঞ্জ নিতে পিছপা হলেন না। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই লক্ষ্য, যেনতেন প্রকারে দিল্লির মসনদ থেকে নরেন্দ্র মোদীকে উৎখাত করা। আর সেটা করতে হলে, তাঁকে যে জাতীয় রাজনীতিতে গুরুতপূর্ণ ভূমিকা নিতে হবে, সেটা ভালোভাবে জানেন তৃণমূলনেত্রী। সম্ভবত, সেকারণেই নতুন করে সংসদীয় রাজনীতিতে পা রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।