রাজ্য বিভাগে ফিরে যান

বাংলাদেশের সাংসদের সঙ্গে নিশীথের ছবি ফেসবুকে, চাঞ্চল্য

July 23, 2021 | < 1 min read

হাতিয়ার অসমের সাংসদ রিপন বরার একটি চিঠি। হাতে রয়েছে ট্যুইটার এবং ফেসবুক প্রোফাইল থেকে ডিলিট করে দেওয়া বেশ কিছু ছবির স্ক্রিনশট। সঙ্গে আরও কিছু তথ্য প্রমাণ। এই সব খুঁটিনাটি জড়ো করে অমিত শাহ-র ডেপুটি নিশীথ প্রামানিকের (Nisith Pramanik) বিরুদ্ধে ‘বাউন্সার’ তৈরি করছে তৃণমূল কংগ্রেস (TMC)।

এরই মধ্যে সামনে এসেছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবি। ছবিটি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সাপোর্টার্স সোশ্যাল মিডিয়া টিম-এর ফেসবুক গ্রুপে পোস্ট হয়েছে। এই পাবলিক পেজের সদস্যের সংখ্যা সাড়ে ৫ হাজার। কী রয়েছে ওই ছবিতে?

সাদা কালো ছবি। ছবিতে দেখা যাচ্ছে বিজেপি নেতা, কোচবিহারের সাংসদ, দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিককে। মন্ত্রীর গায়ে জ্যাকেট। ছবিতে সঙ্গে যাঁরা রয়েছেন প্রত্যেকেই গরম পোশাক পরে। অর্থাৎ ছবি তোলা হয়েছে শীতের সময়। নিশীথ প্রামানিকের হাত পিছন দিকে জড়ো করা। ছবিতে তাঁকে অনেকটাই কমবয়সী দেখাচ্ছে। দাড়ি, চুলের ছাঁট কোনওটাই এখনকার মত নয়। অর্থাৎ দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর যে চেহারা বা ছবি সাধারণ মানুষ দেখতে অভ্যস্ত, ফেসবুকে পোস্ট হওয়া নিশীথের একটি ছবি দেখেই বোঝা যাচ্ছে এটি সম্ভবত অনেক আগে তোলা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #Nisith Pramanik

আরো দেখুন