হঠাৎ নিজেদের জাত নিয়ে গর্ব ভারতীয় ক্রিকেটারদের, সমালোচনা নেটমাধ্যমে
প্রথমে সুরেশ রায়না, পরে রবীন্দ্র জাদেজা কী হল কি ভারতীয় ক্রিকেটারদের এই প্রশ্নেই উত্তাল নেটদুনিয়া৷ প্রথমে জাতীয় দলের প্রাক্তন তারকা অলরাউন্ডার টিএনপিএলের ম্যাচে ধারাভাষ্য দিচ্ছিলেন৷ চেন্নাই সুপার কিংসে (CSK) বহু বছর ধরে ক্রিকেট খেলায় তামিলনাড়ুর ঘরের ছেলেতে পরিণত হয়েছেন সুরেশ রায়না৷ তাঁকে চিন্না থালা (Chinna Thalla) বলে ডাকা হয়৷ তিনবারের আইপিএল বিজয়ী দলেরই তিনি সদস্য৷ Tamil Nadu Premier League (TNPL) ধারাভাষ্যে সুরেশ রায়নাকে জিজ্ঞাসা করা হয় কী করে তিনি চেন্নাইয়ের সংস্কৃতি আপন করে নিয়েছেন? তাতে তিনি বলেন , ‘‘আমিও একজন ব্রাহ্মণ’’- আর এই ঘিরেই শুরু হয়েছে তুমুল বিতর্ক৷
সুরেশ রায়না (Suresh Raina) বলেছিলেন, ‘‘ আমি মনে করি, আমিও একজন ব্রাহ্মণ, আমি চেন্নাইতে ২০০৪ থেকে চেন্নাইতে খেলছি, আমি এই সংস্কৃতি ভালোবাসি৷ আমি আমার সতীর্থদের ভালোবাসি, আমি অনিরুদ্ধ শ্রীকান্ত, বদ্রীনাথ (বদ্রীনাথ সুব্রহ্মমনি.ম), বালা ভাই (এল বালাজি) -র সঙ্গে খেলেছি৷ আমার মনে হয় এঁদের থেকে ভালো জিনিস শিখেছি৷ আমাদের দক্ষ প্রশাসক রয়েছে৷ আমাদের নিজেদের খতিয়ে দেখার লাইসেন্স রয়েছে৷ আমি এখানের সংস্কৃতি পছন্দ করি, আমি সিএসকে-র সঙ্গে থাকায় নিজেকে সৌভাগ্যবান মনে করি৷ আশা করা যায় সেখানে আরও ম্যাচ খেলতে পারব৷ ’’
সবকিছুর থেকে হঠাৎ করে কেন সুরেশ রায়নাকে নিজেকে ব্রাহ্মণ বলে চেন্নাইয়ের সংস্কৃতির সঙ্গে যুক্ত করতে হল তা নিয়েই বেজায় খাপ্পা নেটিজেনরা৷ তাঁদের স্পষ্ট বক্তব্য কী করে রায়না একটা জাতি তুলে নিজেকে কোনও সংস্কৃতির অঙ্গ বলে ধরতে পারেন৷
দিকে এই বিতর্কে ফের একবার ইন্ধন দেন রবীন্দ্র জাদেজা৷ তিনি আগেও একধিকবার নিজের রাজপুত রক্তের ঔদ্ধত্য প্রকাশ করেছেন৷ আর সেটাই সুরেশ রায়নাকে নিয়ে যখন বিতর্কে উত্তাল সোশ্যাল মিডিয়া তখন তিনি আরও একবার বিতর্কিত মন্তব্য করেন৷ নিজে ট্যুইট করে বলেন, রাজপুত বয় ফরএভার , জয় হিন্দ৷
রবীন্দ্র জাদেজা ভারতের অন্যতম সেরা অলরাউন্ডার তাঁর পারফরম্যান্স একাধিকবার দেশের জার্সিতে দেশকে জিতেয়ে সম্মান এনে দিয়েছেন৷ তাঁর এহেন মন্তব্যকে মোটেই ভালো চোখে দেখছেন না নেটিজেনরা৷
চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings’ (CSK)) জার্সিতে সুরেশ রায়নার সতীর্থ ছিলেন রবীন্দ্র জাদেজা, তাই যখন নিজের টিমমেটকে ট্রোল করা হচ্ছে তখন তিনি পাশে এসে দাঁড়ান৷ এটাই মনে করছে নেটিজেনদের একাংশ ৷ তাঁদের সাফ প্রশ্ন সতীর্থকে সমর্থণ করা ভালো কিন্তু যখন একজন সতীর্থ জাতিগত মন্তব্য করার কারণে ট্রোলড হচ্ছে তখন ফের আরেকজনও জাতিগত মন্তব্য কী করে করতে পারে৷