রাজ্য বিভাগে ফিরে যান

রাজ্যের কারাগারগুলিতে ফের চালু হচ্ছে বিভিন্ন পণ্য উৎপাদন

July 23, 2021 | < 1 min read

করোনা (Covid19) পরিস্থিতিতে অনেক সাজাপ্রাপ্ত বা বিচারাধীন বন্দিকে প্যারোলে ছাড়া হয়েছে। এর পাশাপাশি সংশোধনাগারে সংক্রমণ এড়াতে নানা উদ্যোগ নেওয়া হয়। বন্দিদের শ্রমে বিভিন্ন পণ্য উৎপাদনের কাজও গত বেশ কয়েকমাস বন্ধ রাখা হয়েছিল করোনার সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে। সেই কাজ ফের শুরু হয়েছে। জেলবন্দিরা কারাগারের চার দেওয়ালের মধ্যে সর্ষের তেল তৈরি, বই বাঁধাই ছাড়াও ধুপদানি, ফুলদানি, চাদর, আসন, ফিনাইল, মোমবাতি ইত্যাদি নানা জিনিস তৈরি করে থাকেন। সশ্রম কারাদণ্ডের সাজাপ্রাপ্তরা তো বটেই, বিচারাধীন বন্দিরাও চাইলে সেসব কাজে হাত লাগাতে পারেন। এই কাজের জন্য পারিশ্রমিক বাবদ টাকা বন্দিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। এই কাজই ফের শুরু হয়েছে রাজ্যের কেন্দ্রীয় ও উপ-সংশোধনাগারগুলিতে। সম্প্রতি রাজ্য সরকারের কারা দপ্তর সূত্রে এই খবর জানা গিয়েছে।

আরও জানা গিয়েছে, করোনার জন্য যাঁদের প্যারোলে ছাড়া হয়েছিল, তাঁদের মধ্যে অনেকের সময়সীমা শেষ হওয়ার পথে। একে একে তাঁরা ফিরে আসতে শুরু করেছেন। তাঁরা সবাই ফিরে এলে এই কাজে আরও গতি আসবে বলে মনে করছেন সরকারি পদস্থ কর্তারা। কারা দপ্তরের এক কর্তা বলেন, এই কাজের জন্য যে পারিশ্রমিক বন্দিদের অ্যাকাউন্টে জমা পড়ে, সেই টাকার উপর অনেকের পরিবার নির্ভর করে। করোনা পরিস্থিতিতে এমনিতে সাধারণ ও নিম্নবিত্ত পরিবারে আর্থিক সঙ্কট দেখা দিয়েছে। তাই সেই সব বন্দি এবং তাঁদের পরিবারের সদস্যরা চাইছিলেন, যত তাড়াতাড়ি সম্ভব এই কাজগুলি ফের শুরু করুক। সব দিক খতিয়ে দেখে কারা দপ্তর তা শুরু করার নির্দেশ পাঠিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #jail

আরো দেখুন