রাজ্য বিভাগে ফিরে যান

তৃণমূলের প্রতি কংগ্রেসের একাংশের সুর নরম, অস্বস্তি বাড়ছে বাম শিবিরে

July 24, 2021 | < 1 min read

এবারের বিধানসভা নির্বাচনের রাজ্যের একটি আসনেও জয় হাসিল করতে পারেনি সিপিএম। কার্যত একেবারে ভরাডুবি অবস্থা। তার মধ্যেই জোটসঙ্গী কংগ্রেসের (Congress) মনোভাব একেবারেই ভালো ঠেকছে না আলিমুদ্দিনের। নিজেদের অস্তিত্ব ধরে রাখতে এমন বিড়াম্বনায়, এমন উভয় সংকটের মধ্যে সিপিএমকে খুব কমই পড়়তে হয়েছে। এমনটাই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। কার্যত দুটি বিষয় মাথায় রাখতে হচ্ছে সিপিএমকে। লোকসভা নির্বাচনের আগে বিজেপিকে রুখতে দলের অবস্থানে যেন দুর্বলতা, দোদুল্যমানতার ছাপ না থাকে। অন্য়দিকে বিজেপিকে (BJP) রুখতে গিয়ে যাতে তৃণমূলের সঙ্গে সখ্যতা গড়ে উঠেছে এমন বার্তা না যায়। এসবের মধ্যেই তৃণমূলের (TMC) প্রতি কংগ্রেসের একাংশের সুর নরমের জেরে অস্বস্তি আরও বাড়ছে বাম শিবিরে। 

এদিকে জাতীয় ক্ষেত্রে বৃহত্তর জোট গড়ার পক্ষে সওয়াল করেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত বিজেপি বিরোধী শক্তিকে একজোট করার কথা বলা হচ্ছে। এসবের মধ্যেই প্রদেশ কংগ্রেস নেতৃত্বও তৃণমূলের হাত ধরার ব্যাপারে ইঙ্গিত দিচ্ছেন। প্রদেশ কংগ্রেসের এক নেতা ইতিমধ্যেই মন্তব্য করেছেন, মমতার দিকে তাঁরা হাত বাড়িয়েই রেখেছেন। তবে একথা শুনে বাম নেতাদের বিড়়াম্বনা আরও বেড়েছে। জোট সঙ্গীদের মুখে একথা শুনে আরও সংকটে সিপিএম নেতৃত্ব। পাশাপাশি বিজেপি বিরোধিতায় তৃণমূল যে নিজেদের প্রমাণ করেছে এটাও পুরোপুরি অস্বীকার করতে পারছেন না বাম নেতৃত্বের একাংশ। সেই পরিস্থিতিতে বাম নেতা সুজন চক্রবর্তীর দাবি, দেশে বিজেপিকে রোখার লড়াইতে কোনও শিথিলতা চাই না। রাজ্যে তৃণমূল বিরোধিতা থেমে থাকতে পারে না। জোটও আগ বাড়িয়ে ভাঙব না। তবে তেমন কিছু ঘটলে প্ল্যান বি ভাবতে হবে। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Cpim, #Congress, #tmc

আরো দেখুন