দেশ বিভাগে ফিরে যান

ঘোষিত আইসিএসই, আইএসসি ২০২১এর ফলাফল, বাড়ল পাশের হার

July 24, 2021 | < 1 min read

এবার মেধা তালিকা ছাড়াই প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার ফলাফল। গতবারের তুলনায় সর্বভারতীয় পাশের হার দু’টি পরীক্ষাতেই সামান্য হলেও বেড়েছে।

গত বছর আইসিএসইতে (ISC 2021) পাশের হার ছিল ৯৮.৫৪ শতাংশ। এ বছর তা হয়েছে ৯৯.৯৮ শতাংশ। আইএসসিতে ছিল ৯৬.৫২ শতাংশ। এবার পাশের হার ৯৯.৭৬ শতাংশ। পাশের সর্বভারতীয় হারকে টেক্কা দিয়েছে পশ্চিমবঙ্গ।

রাজ্যে আইএসসিতে পাসের হার ৯৯.৬৩ শতাংশ। আইসিএসইতে পাসের হার ৯৯.৯৮ শতাংশ। পশ্চিমবঙ্গে ছেলের তুলনায় মেয়ের পাসের হার বেশি। রাজ্যে আইসিএসইতে মেয়েদের পাসের হার ৯৯.৯৯ শতাংশ। আইসিএসইতে ছাত্রদের পাসের হার ৯৯.৯৭ শতাংশ।

পাশাপাশি রাজ্যে আইএসসিতে মেয়েদের পাসের হার ৯৯.৮২ শতাংশ। পশ্চিমবঙ্গে আইএসসিতে ছেলেদের পাসের হার ৯৯.৪৮ শতাংশ।

সারা ভারতে মোট ২ লক্ষ ৭ হাজার ৯০২ জন পরীক্ষার্থী ছিলেন আইসিএসইতে। ৮৮ হাজার ৪০৯ জন বসেছিলেন আইএসসি পরীক্ষায়। পশ্চিমবঙ্গে পরীক্ষার্থীর সংখ্যা ছিল যথাক্রমে ৩৭ হাজার ২৫৮ এবং ২৫ হাজার ৫৮ জন।

করোনার কারণে স্থগিত হয়ে যাওয়া বিষয়গুলিতে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বরে সন্তোষ প্রকাশ করেছে শহরের স্কুলগুলি। রাজ্যের ৩৮২টি স্কুল থেকে আইসিএসই এবং ২৭০টি স্কুল থেকে আইএসসিতে বসেছিলেন পড়ুয়ারা।

TwitterFacebookWhatsAppEmailShare

#ICSE, #ISC 2021

আরো দেখুন