টোকিয়ো অলিম্পিক্সে ভারতকে প্রথম পদক এনে দিলেন মীরাবাঈ চানু
টোকিয়ো অলিম্পিক্সে (Tokyo Olympics 2021) প্রথম পদক জয় ভারতের। মীরাবাই চানুর (Mirabai Chanu) হাত ধরে রুপো (Silver) জিতল ভারত। ভারত্তোলোক চানুর হাত ধরে পদক জয়। ২৬ বছর বয়সি চানু তাঁর ৪৯ কিলো বিভাগে অন্যতম ফেভারিট হিসেবেই শুরু করেছিলেন। ভারতের পদক জয়ের আশা পূর্ণ করলেন তিনি।
মীরাবাই চানুকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
২০১৬-র রিয়ো অলিম্পিক্সেও দ্বিতীয় দিনে নেমেছিলেন তিনি। ইভেন্টের শেষে তাঁর নামের পাশে লেখা ছিল ‘ডিএনএফ’, অর্থাৎ ‘ডিড নট ফিনিশ’। বাংলায় যার অর্থ, সেই ইভেন্ট শেষ করতেই পারেননি চানু। চোখের জলে বিদায় নিতে হয়েছিল জীবনের প্রথম অলিম্পিক্স থেকে।
পাঁচ বছর পরেও তিনি অলিম্পিক্সের দ্বিতীয় দিনে নামলেন। এ বার চোখে জল নয়, মুখে শুধুই অমলিন হাসি। মণিপুরের প্রত্যন্ত গ্রামের সাইখোম মীরাবাই চানুর হাত ধরে টোকিয়ো অলিম্পিক্সে খাতা খুলল ভারত। ভারোত্তোলনে রুপো জিতলেন চানু।
সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে তাঁকে এ বার পদক জেতার অন্যতম দাবিদার হিসেবে ধরা হয়েছিল। কিন্তু অলিম্পিক্সের পরিসংখ্যানই বলছে এখানে অতীতের পারফরম্যান্সের কোনও জায়গা নেই। সেই দিন কেমন খেললেন, তার উপরেই নির্ভর করছে সব কিছু। চানু কিন্তু হতাশ করেননি। পদক নিয়েই বাড়ি ফিরছেন।
সকালে অলিম্পিক্সে পদকের আশা বাড়ালেন শুটার সৌরভ চৌধুরি। ১০ মিটার এয়ার পিস্তল বিভাগের ফাইনালে উঠলেন তিনি।
এছাড়া অলিম্পিক্সের প্রথম ম্যাচে জয় পেলেন মনপ্রীত সিংহরা। ভারতীয় হকি দল ৩-২ ব্যবধানে হারিয়ে দেয় নিউজিল্যান্ডকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে বিরাট কোহলীদের হারের বদলা যেন অলিম্পিক্সে নিলেন মনপ্রীতরা।
টেবিল টেনিসে আজ নৈহাটির মেয়ে সুতীর্থা মুখার্জী সুইডেনের লিন্ডা বার্গস্ট্রমকে ৭ গেমের রুদ্ধশ্বাস ম্যাচে, ৪-৩ গেমে হারিয়ে ২য় রাউন্ডে উঠেছেন।