খেলা বিভাগে ফিরে যান

নিউজিল্যান্ডকে হারিয়ে কোহলিদের হয়ে বদলা নিল মনপ্রীতরা

July 24, 2021 | < 1 min read

অলিম্পিক্সের প্রথম ম্যাচে জয় পেলেন মনপ্রীত সিংহরা (Manpreet Singh)। ভারতীয় হকি দল ৩-২ ব্যবধানে হারিয়ে দেয় নিউজিল্যান্ডকে (New Zealand)। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে বিরাট কোহলীদের হারের বদলা যেন অলিম্পিক্সে নিলেন মনপ্রীতরা।

খেলা শুরুর তিন মিনিটের মধ্যেই পেনাল্টি কর্নার পায় ভারত। তবে গোল করতে ব্যর্থ হন রুপিন্দর পাল সিংহ। ছয় মিনিটের মাথায় এগিয়ে যায় নিউজিল্যান্ড। কেন রাসেল গোল করে এগিয়ে দেন দলকে। তবে সেই সুবিধা বেশিক্ষণ নিতে পারেননি কিউইরা। ১০ মিনিটের মাথায় গোল শোধ করে দেয় ভারত। গোল করেন সেই রুপিন্দর পাল।

২৬ মিনিটের মাথায় এগিয়ে যায় ভারত। হরমনপ্রীত সিংহ গোল করেন। প্রথমার্ধে এগিয়ে থেকেই শেষ করে ভারত। ৩৩ মিনিটের মাথায় তৃতীয় গোল পেয়ে যান মনপ্রীতরা। এ বারেও গোল করেন হরমনপ্রীত। ১০ মিনিটের মধ্যে একটি গোল শোধ করলেও হার বাঁচাতে পারেনি নিউজিল্যান্ড।

https://twitter.com/KirenRijiju/status/1418768411983638535?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1418768411983638535%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Fsports%2Ftokyo-olympics-2020-team-india-beat-new-zealand-3-2-in-hockey-dgtl%2Fcid%2F1294535

পরের ম্যাচে মনপ্রীতদের লড়াই বিশ্ব ক্রমতালিকায় এক নম্বরে থাকা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। রবিবার দুপুর ৩টে থেকে সেই ম্যাচ খেলবে ভারত। শনিবার বিকেল ৫টা ১৫ মিনিটে খেলতে নামবে ভারতীয় মহিলা হকি দল। নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবেন রানি রামপালরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Hockey, #Tokyo Olympics 2021, #New Zealand

আরো দেখুন