সুস্থতার হার বেড়ে ৯৮.০৩%, নিম্নমুখী করোনা গ্রাফে স্বস্তি বাংলায়
বাংলায় করোনার গ্রাফ ফের নিম্নমুখী হওয়ায় ফিরল স্বস্তি। গত তিনদিন ধরে করোনার গ্রাফ একটু উপরে উঠেছিল। সুস্থতার হার বেশি হওয়ায় সক্রিয়ের সংখ্যা ১২ হাজারেরও কম। বিগত তিনদিনের পরিসংখ্যানে করোনার গ্রাফ ওঠানামার চিত্রটা ফের ভাবাচ্ছে বাংলাকে। শনিবার বাংলায় দৈনিক সংক্রমণও খানিকটা কমেছে। মৃতের সংখ্যা ১০-এর কম।
স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা ভাইরাসে (Coronavirus) নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৩০ জন। শুক্রবার এই সংখ্যা ছিল ৮০০র বেশি। আর একদিনে করোনার বলি মাত্র ৮। শুক্রবার তা ছিল ১৬। গত ২৪ ঘণ্টায় কোভিডের (COVID-19) কবলমুক্ত হয়েছেন রাজ্যের ৯২০ জন। এ নিয়ে সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৮.০৩ শতাংশ।
করোনার তৃতীয় ঢেউয়ের আগে পরিস্থিতি মোকাবিলায় যথেষ্ট কড়া রাজ্য প্রশাসন। এখনও রাজ্যে কঠোর বিধিনিষেধ জারি রয়েছে। আগামী ৩০ জুলাই পর্যন্ত তা থাকবে। নাইট কারফিউ, গণপরিবহণের ৫০ শতাংশ যাত্রী-সহ একগুচ্ছ করোনাবিধি মেনে চলতে হচ্ছে রাজ্যবাসীকে। তার সুফলও অবশ্য মিলেছে। রাজ্যের দৈনিক কোভিড গ্রাফ নিম্নমুখী।
মাঝে অনেকটাই কমেছিল সংক্রমণ। কিন্তু তারপর আবার একাধিক কারণে খানিকটা বেড়ে যায়। শুক্রবারও তা ছিল ঊর্ধ্বমুখী। কিন্তু শনিবারের পরিসংখ্যানে কিছুটা কমল উদ্বেগ। এ নিয়ে রাজ্যে সুস্থ হয়েছেন ১৪ লক্ষ ৯২ হাজার ৮৭৮ জন। মৃত্যু হয়েছে ১৮ হাজার ৬৪ জনের।
বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্তের সংখ্যা ৭৩০। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ২২ হাজার ৮৩৩ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮০৬৪। এদিন মৃত্যু হয়েছে ৮ জনের। শুক্রবার মৃতের সংখ্যা ছিল ১৬, তা কমে অর্ধেক এদিন।
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ২২ হাজার ৮৩৩ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ১১ হাজার ৮৯১ জন। এদিন ১৯৮ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৭৩০ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৯২০ জন। মোট করোনা মুক্ত হলেন ১৪ লক্ষ ৯২ হাজার ৮৭৮ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.০৩ শতাংশ।
এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৫৪ লক্ষ ২৮ হাজার ৫৪৯। ১২৮টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১৭১৪২৮। এদিন টেস্টিং হয়েছে ৫২১৮৮ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সক্রিয়ের হার ১.৪০ শতাংশ।