রাজ্য বিভাগে ফিরে যান

তৃতীয় ঢেউয়ের মোকাবিলা করতে শিশু চিকিৎসায় ৪০ কোটির যন্ত্র কিনছে রাজ্য

July 25, 2021 | 2 min read

তৃতীয় ঢেউয়ে (Covid Third Wave) শিশু চিকিৎসার (Child Treatment) পরিকাঠামো তৈরি করতে ৪০ কোটি টাকার অপরিহার্য চিকিৎসা যন্ত্র কিনছে রাজ্য (State Govt)। বিভিন্ন হাসপাতালে শিশু চিকিৎসার ওয়ার্ড, নিকু, পিকু প্রভৃতি ইউনিটের জন্য সিরিঞ্জ পাম্প, ইনকিউবেটর, রেডিয়েন্ট ওয়ার্মার ইত্যাদি কেনা হচ্ছে। শনিবার রাজ্য স্বাস্থ্যদপ্তর সূত্রে এই খবর মিলেছে। এছাড়াও তৃতীয় ঢেউ মোকাবিলায় আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি দিয়ে হাসপাতালগুলি ঢেলে সাজানো হচ্ছে। শহরাঞ্চল, জেলা সদর থেকে শুরু করে উত্তরবঙ্গের পাহাড় বা দক্ষিণবঙ্গের সুন্দরবনের মতো দুর্গম এলাকাতেও যাচ্ছে এইসব আধুনিক যন্ত্রপাতি।

এছাড়া জেলায় জেলায় পাঠানো হয়েছে সাড়ে পাঁচ হাজার অক্সিজেন কনসেনট্রেটর। আরও ২১৮২টি কনসেনট্রেটর যাবে শীঘ্রই। ২১২টি বাইপ্যাপ মেশিন এবং পাঁচশোর বেশি অক্সিজেন সিলিন্ডারও পাঠানো হয়েছে। পোর্টেবল ভেন্টিলেটর গিয়েছে ১০০টি।

কোভিডের প্রথম ও দ্বিতীয় ঢেউ মিলিয়ে ৪৬২টি হাই ফ্লো নেজাল ক্যানুলা কেনা থাকায় নতুন করে আর এই যন্ত্রটি পাঠানো হচ্ছে না। তবে ইতিমধ্যেই জেলায় জেলায় ৩৩০টি সাধারণ ভেন্টিলেটরও পাঠানো হয়েছে। এদিকে, রাজ্য তৃতীয় ঢেউ মোকাবিলায় প্রস্তুতি চালালেও টিকার অভাবের জন্য উদ্বেগ বাড়ছে। এদিন সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডাঃ অজয় চক্রবর্তী বলেন, জুলাই মাসে আমরা ৭৫ লক্ষ টিকা চেয়েছিলাম। এখনও পর্যন্ত পেয়েছি ৫৪ লক্ষ। কিন্তু কোভ্যাকসিনের জোগানের অবস্থা খুবই খারাপ। ২.৫৫ লক্ষ কোভ্যাকসিন আসার কথা থাকলেও এখনও মেলেনি। হাতে রয়েছে মাত্র এক লাখ কোভ্যাকসিন।

এরপর ২৬ তারিখ পাওয়ার কথা রয়েছে। বিভিন্ন মেডিক্যাল কলেজ ও সরকারি হাসপাতাল থেকে জানা যাচ্ছে, টিকাদান শিবিরে কোভ্যাকসিনের দ্বিতীয় ডোজ পাওয়া নিয়ে নিত্য অশান্তি হচ্ছে।  সূত্রের খবর, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৩০ জন আক্রান্ত হয়েছেন। মারা গিয়েছেন আটজন। কলকাতায় দু’জন মারা গেলেও হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bengal, #covid-19, #children, #covid third wave, #machines

আরো দেখুন