অলিম্পিকের প্রি কোয়ার্টার ফাইনালে মেরি কম
শেষ অলিম্পিক্স বলে কথা। তাই ফের পদক জয়ের স্বপ্ন নিয়ে জোরালো পাঞ্চ দিয়ে এ বারের শুরুটা করলেন এম সি মেরি কম (MC Mary Kom)।
টেবিল টেনিসের পর এবার বক্সিংয়েও (Boxing) সুখবর। মহিলাদের ফ্লাই ওয়েট বিভাগে ডমিনিকান রিপাবলিকের মিগুয়েলিনা হার্নান্দেজ গার্সিয়াকে হারিয়ে দিলেন মেরি কম। বিপক্ষকে ৪-১ ব্যবধানে হারিয়ে শেষ ষোলোয় পৌঁছে গেলেন ভারতের এই মহিলা বক্সার।
চলতি টোকিও অলিম্পিক্সে পদক জয়ের অন্যতম দাবিদার মেরি। শুরুটাও ভাল করলেন তিনি। রবিবার হার্নান্দেজ গার্সিয়াকে হারাতে তাঁকে খুব বেশি বেগ পেতে হয়নি। যদিও প্রথম দুটি রাউন্ডের পরে দুজনের স্কোর সমান সমান ১৯-১৯ হয়। কিন্তু এরপর নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যান মেরি। শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানে ম্যাচ জিতে নেন মেরি।
ছয় বারের বিশ্বচ্যাম্পিয়ন মেরি ৫১ কেজি বিভাগে শুরু থেকেই বিপক্ষের বিরুদ্ধে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। শেষ হাসি হাসলেন ২০১২ সালের লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ জেতা মেরি।