দেশ বিভাগে ফিরে যান

পুলিশ চাইলেই আটক! দিল্লির নতুন আইনে বিতর্ক দেশজুড়ে

July 25, 2021 | < 1 min read

পুলিশ চাইলেই আটক করতে পারে যে কোনও ব্যক্তিকে! লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজল স্বাধীনতা দিবসের আগেই দিল্লিতে জাতীয় নিরাপত্তা আইন জারির নির্দেশ দিয়েছেন। যা অনুসারে সন্দেহভাজন যে কোনও ব্যক্তিকে আটক করতে পারবে পুলিশ। আগামী ১৮ অক্টোবর পর্যন্ত জারি থাকবে ওই আইন। গত ১৯ জুলাই এই মর্মে নোটিশ পাঠানো হয়েছে পুলিশ কমিশনার বালাজি শ্রীবাস্তবকে।

ওই নোটিশে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা আইনের বিশেষ কিছু ধারা অনুযায়ী ১৯ জুলাই থেকে ১৮ অক্টোবর প্রয়োজন হলে আটক করতে পারে পুলিশ।

তবে দিল্লি পুলিশের উচ্চপদস্থ অফিসাররা জানিয়েছেন, প্রতি বছরই বছরের নির্দিষ্ট দু’টি সময় ওই মর্মে নোটিশ জারি করা হয়ে থাকে। বিষয়টি নতুন নয়। স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবসের আগে নিরাপত্তাজনিত কারণেই ওই নোটিশ পাঠানো হয়, জানিয়েছে পুলিশ।

শীর্ষস্থানীয় এক পুলিশ আধিকারিক বলেন, ‘ এন এস এ (NSA) অনুযায়ী সন্দেহভাজন যে কোনও ব্যাক্তিকে আটক করতে পারে পুলিশ। অর্ডারে উল্লেখ করাই থাকে যে দেশের জন্য বিপজ্জনক, এমন কোনও ব্যক্তিকে আটক করা যাবে’।

তবে এখনও ১৫ অগাস্ট আসতে অনেকটা সময় রয়েছে। আর বর্তমানে দিল্লির (Delhi) জন্তর মন্তরে কৃষকদের একাংশ কেন্দ্রের জারি করা কৃষক বিল নিয়ে অবস্থান বিক্ষোভে বসেছেন। আগামী ১৩ অগাস্ট পর্যন্ত বাদল অধিবেশন চলবে। আর সেই কারণেই এই সময়টায় জন্তর মন্তরে (Jantar Mantar) আন্দোলনে বসার অনুমতি চেয়েছিলেন কৃষকরা। দিল্লি সরকার শর্তসাপেক্ষে দু’শো জনকে আন্দোলনে বসার অনুমতি দিয়েছে। তবে ৭ অগাস্ট পর্যন্ত সেই আন্দোলন করতে পারবেন কৃষকেরা। এমন পরিস্থিতিতে কেন্দ্রের জারি করা এহেন নোটিশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Controversy, #Delhi Police

আরো দেখুন