← হচ্ছে টা কী? বিভাগে ফিরে যান
চালু হল স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প, কতটা খুশি পড়ুয়ারা
বিধানসভা নির্বাচনের আগে বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পড়ুয়াদের জন্য চালু করা হবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। যার মাধ্যমে এককালীন ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে লেখাপড়া করার জন্য। তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়েই সেই প্রকল্প বাস্তবায়িত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ নেওয়ার জন্য ব্যাঙ্কের কাছে কোনও গ্যারান্টার দেখাতে হবে না। সরকার থাকবে গ্যারান্টার। নবান্নে সাংবাদিক বৈঠক করে তা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই ঘোষণার পর থেকেই আসতে শুরু হয়েছে আবেদন। এখনও পর্যন্ত ৪২ হাজারের বেশি আবেদন জমা পড়েছে।
এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে কতটা খুশি পড়ুয়ারা? তাদের পড়াশোনায় কীভাবে সাহায্য করবে এই কার্ড? কী বলছেন তারা? দেখুন ভিডিও