ডেল্টার পর উদ্বেগ বাড়িয়ে থাবা বসাচ্ছে করোনার কাপ্পা ভ্যারিয়্যান্ট
ডেল্টার (Delta Variant) পর এবার ক্রমশ থাবা চওড়া করছে করোনার (COVID19) কাপ্পা ভ্যারিয়্যান্ট (Kappa Variant)। এবার গুজরাতেও (Gujarat) পাওয়া গেল করোনার এই প্রজাতি। জানা গিয়েছে, গুজরাতে ৫ জনের দেহে করোনার কাপ্পা ভ্যারিয়্যান্ট পাওয়া গিয়েছে। আর এই তথ্য সামনে আসার পরেই নতুন করে চিন্তার ভাঁজ পড়েছে বিশেষজ্ঞদের কপালে।
শনিবার গুজরাতের স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়, গুজরাতের জামনগরে কাপ্পায় আক্রান্ত তিন জন, গোধরাতে আক্রান্ত দুই জন এবং মেহসানাতে আক্রান্ত এক জন। চলতি বছর মে মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই কোভিড ভ্যারিয়্যান্টের নামকরণ করেছিল। সম্প্রতি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়, ভারতের জন্য এখনও কাপ্পা ভ্যারিয়্যান্ট উদ্বেগের কারণ নয়।
কারা কারা এই কাপ্পা ভ্যারিয়্যান্টে আক্রান্তদের সংস্পর্শে এসেছিল তাঁদের চিহ্নিত করে আইসোলেশনে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। তবে তাঁদের কারও করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসেনি, জানা গিয়েছে এমনটাই। যদিও কাপ্পা ভ্যারিয়্যান্টের সংক্রমণ বাড়ছে কিনা, সেই দিকে তীক্ষ্ণ নজরদারি চালাচ্ছে গুজরাত প্রশাসন। প্রসঙ্গত, এর আগে উত্তরপ্রদেশে দুজনের শরীরে এবং রাজস্থানে ১১ জনের শরীরে পাওয়া গিয়েছিল কাপ্পা ভ্যারিয়্যান্ট।
রাজস্থানের স্বাস্থ্যমন্ত্রী রঘু শর্মা জানিয়েছিলেন, জয়পুর এবং আলওয়ারের যথাক্রমে ৪ জনের শরীরে থাবা বসিয়েছ কাপ্পা এবং বারমারে কাপ্পায় আক্রান্ত হয়েছেন দুই জন এবং ভিলআরাতে একজন। বিশেষজ্ঞ মহলের কথায়, ডেল্টার পাশাপাশি কাপ্পাও সমানভাবে সংক্রামক। সেক্ষেত্রে এই স্ট্রেনের বাড়বাড়ন্ত চিন্তার কারণ হয়ে উঠতে পারে।
উল্লেখ্য, দেশে করোনার সংক্রমণ কখনও বাড়ছে, আবার কখনও কমছে। গত কয়েক মাসের তুলনায় দেশের কোভিড পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে বলে দাবি করা হচ্ছে বিভিন্ন মহলে। দেশের বিভিন্ন রাজ্যে বিধিনিষেধ ধীরে ধীরে শিথিল করা হচ্ছে। তাহলে কি দ্বিতীয় ঢেউ কাটিয়ে উঠল দেশ? এই প্রশ্নে অবশ্য স্বস্তি মিলল না। দেশে এখনও করোনার দ্বিতীয় ঢেউ শেষ হয়নি, এমনই সতর্কবার্তা দিল সরকার। করোনা সংক্রমণের হাত থেকে বাঁচতে সকলকে জমায়েত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই সঙ্গে মাস্ক পরার মতো কোভিড বিধি মেনে চলারও বার্তা দেওয়া হয়েছে।