কলকাতা বিভাগে ফিরে যান

সোমবার থেকে কলকাতায় বাড়ছে মেট্রো পরিষেবা

July 25, 2021 | < 1 min read

আগামী কাল, সোমবার থেকে বাড়ছে মেট্রো পরিষেবা। ওইদিন থেকে অতিরিক্ত এক ডজন রেক চলবে নর্থ-সাউথ করিডোরে। সব মিলিয়ে আপ-ডাউনে সারাদিনে ২২০টি মেট্রো চলবে। ব্যস্ত সময়ে ৬ মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাবেন যাত্রীরা। যাত্রীদের জন্য আরও সুখবর। এতদিন সকালের প্রথম মেট্রো পরিষেবা চালু হতো আটটায়। তা আধঘণ্টা এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার থেকে দিনের প্রথম মেট্রো কবি সুভাষ ও দক্ষিণেশ্বর থেকে সকাল সাড়ে সাতটায় যাত্রা শুরু করবে। তবে দিনের শেষ মেট্রো আগের সময় মতোই ছাড়বে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী যাওয়ার শেষ মেট্রো সন্ধ্যা সাতটা ৪৮ মিনিটে পাওয়া যাবে। পাশাপাশি কবি সুভাষ ও দমদম থেকে দিনের শেষ মেট্রো পরিষেবা ছেড়ে যাবে রাত আটটায়। মেট্রো সূত্রে খবর, ২২০টি মেট্রোর মধ্যে ১৫০টি রেক কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ছুটবে। বাকিগুলি কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত চলবে। উল্লেখ্য, করোনা আবহে লোকাল ট্রেন পরিষেবা আপাতত বন্ধ রয়েছে। কিন্তু মেট্রো চলাচলে অনুমতি দিয়েছে রাজ্য সরকার।

দেখা যাচ্ছে, মেট্রোয় দিনদিন যাত্রী সংখ্যা বেড়েই চলেছে। শুক্রবার নর্থ-সাউথ করিডোরে সারাদিনে মোট ১ লক্ষ ৬৩ হাজার ৪০৮ জন যাত্রী পরিষেবা নিয়েছিলেন। এই মুহূর্তে সোম থেকে শুক্রবার পর্যন্ত মেট্রো চলাচল করছে। শনিবার কেবল জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের জন্য চলছে মেট্রো। সব মিলিয়ে ১০৪টি রেক চলবে। যার পোশাকি নাম ‘মেইটেনেন্স স্পেশাল সার্ভিস’। সকাল আটটা থেকে বেলা সাড়ে এগারেটা পর্যন্ত প্রথম দফার মেট্রো চলবে। দ্বিতীয়ার্ধে দুপুর সাড়ে তিনটে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলবে। তবে রবিবার কোনও মেট্রো পরিষেবা পাওয়া যাবে না। ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা অপরিবর্তিত থাকবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#kolkata metro, #metro services

আরো দেখুন