রাজ্য বিভাগে ফিরে যান

“মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি”, লালগড়ে গেরুয়া থেকে তৃণমূলে ৪০০!

July 26, 2021 | < 1 min read

গত লোকসভা নির্বাচনের আগে এবং সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনের আগে জঙ্গলমহলের (JangalMahal) মানুষের কাছে অজস্র প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি (BJP) নেতারা। গত লোকসভা নির্বাচনে জঙ্গলমহলের মানুষ বিজেপি প্রার্থীদের ভোট দান করলেও কোন প্রতিশ্রুতি রক্ষা না করায় ধীরে ধীরে বিজেপি ছেড়ে তৃণমূলে (TMC) পথে ফিরে আসছেন হাজার হাজার মানুষ।

শনিবার ঝাড়গ্রাম জেলার বিনপুর এক ব্লকের অন্তর্গত লালগড় (Lalgarh) থানার লালগড় বাজারে তৃণমূল কংগ্রেসের ব্লক কার্যালয়ে এসে বিজেপি ছেড়ে ৯৩ টি পরিবারের প্রায় ৪০০ জন বিজেপির কর্মী ও সমর্থক আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের বিনপুর এক ব্লকের সভাপতি শ্যামল মাহাতো সহ দলের অন্যান্য নেতৃত্ব।

বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগ দেওয়া বিজেপির স্থানীয় নেতারা বলেন, “মিথ্যা প্রলোভন দেখিয়ে ভুল বুঝিয়ে আমাদেরকে বিজেপি দলে নিয়ে গিয়েছিল। আমরা আমাদের ভুল বুঝতে পেরে স্বেচ্ছায় বিজেপি দল ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম । আগামী দিনে তৃণমূল কংগ্রেসের নীতি আদর্শ মেনে আমরা কাজ করব।”

তৃণমূল কংগ্রেসের বিনপুর এক ব্লকের সভাপতি শ্যামল মাহাতো বলেন, বিধানসভা নির্বাচনের আগে বিজেপি লালগড় জুড়ে সন্ত্রাস চালিয়ে ছিল । লোকসভা নির্বাচনে মানুষকে ভুল বুঝিয়ে তাদের ভোট নিয়ে ছিল। তাই তারা তাদের ভুল বুঝতে পেরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন।”

TwitterFacebookWhatsAppEmailShare

#LALGARH, #bjp, #tmc

আরো দেখুন