কোন্দলের জেরে তুলকালাম বঙ্গবিজেপির পার্টি অফিসে, হৃদরোগে আক্রান্ত হয়ে যুবমোর্চার নেতা মৃত
হেস্টিংসে বিজেপি-র সাংগঠনিক বৈঠকে হাতাহাতিতে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যু হল এক যুবনেতার। সূত্রের খবর, সোমবার ওই বৈঠকে বিজেপি-র দুই গোষ্ঠীর মধ্যে তুমুল হাতাহাতি হয়। দু’পক্ষের মধ্যে উত্তেজনায় রাজু সরকার (Raju Sarkar) নামে এক যুবনেতা অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ। রাজুকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ওই যুবনেতাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। চিকিৎসকেরা জানিয়েছেন, হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রাজুর।
সূত্রের খবর, দলীয় বৈঠকে বিজেপি-র দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়ে হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন রাজু। অসুস্থ অবস্থায় তাঁকে প্রথমে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সেখান থেকে তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। ওই হাসপাতালেই মারা যান রাজু।
সূত্রের খবর, দলীয় বৈঠকে বিজেপি-র দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়ে হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন রাজু। অসুস্থ অবস্থায় তাঁকে প্রথমে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সেখান থেকে তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। ওই হাসপাতালেই মারা যান রাজু।
প্রসঙ্গত, বিজেপি (BJP) যুবমোর্চার সহ-সভাপতি ছিলেন রাজু। ২০১৭ সালের নভেম্বরে তৃণমূল ছেড়ে মুকুল রায়ের সঙ্গেই তিনি বিজেপি-তে যোগদান করেন। তবে চলতি বছরের ১১ জুন মুকুল তাঁর পুরনো দলে ফিরে এলেও বিজেপি-তেই থেকে যান রাজু।
বিস্তারিত আসছে….