এবার বিমানবন্দরে এলইডি স্ক্রিনে দেখা যাবে ট্যাক্সি ভাড়া
যাত্রী সুবিধার্থে এবার এলইডি স্ক্রিনে কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকার ট্যাক্সিভাড়ার (Taxi Fares) তালিকা প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে বিধাননগর ট্রাফিক পুলিস। বিমানবন্দরে নেমেই যাত্রীরা ওই তালিকা দেখতে পাবেন। এই ব্যবস্থায় অতিরিক্ত ভাড়া নেওয়া অসাধু ট্যাক্সিচালকদের হাত থেকে রেহাই পাবেন যাত্রীরা।
কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) রয়েছে দু’টি প্রিপেইড ট্যাক্সি বুথ। এছাড়াও রয়েছে একটি বেসরকারি সংস্থার মাধ্যমে পরিচালিত বুথ। সেখানে কলকাতা থেকে দূরবর্তী এলাকার বিভিন্ন গাড়ি ভাড়া দেওয়া হয়। আর প্রিপেইড ট্যাক্সি বুথ থেকে গাড়ি চলে কলকাতা ও আশপাশ এলাকায়। যাত্রীদের অভিযোগ, প্রায়ই দেখা যায় একদল চালক দিনের অধিকাংশ সময়ই ঘোরাঘুরি করেন বিমানবন্দরের ১এ, ১বি গেটের সামনে। ট্যাক্সি বুথে যাওয়ার আগে যাত্রীদের ওই চালকরা কব্জা করার চেষ্টা করেন। ওই গাড়ি চালকদের বিরুদ্ধে অত্যধিক ভাড়া চাওয়ার অভিযোগ উঠেছে। গন্তব্যে পৌঁছনোর জন্য সঠিক ভাড়া কত, সেটাই এবার তুলে ধরা হচ্ছে বিধাননগর ট্রাফিক পুলিসের পক্ষ থেকে। তাছাড়া প্রিপেইড ট্যাক্সি বুথে পৌঁছনোর আগেই যাত্রীরা জেনে যাবেন, তাঁর গন্তব্যে যেতে ভাড়া কত পড়বে। এরফলে তালিকায় দেওয়া ভাড়া ও বুথের চার্টও মিলিয়ে দেখা সহজ হবে যাত্রীদের।
যাত্রীরা যে গেট দিয়ে বের হবেন, তার সামনেই থাকবে মুভেবেল এলইডি স্ক্রিন। ওই স্ক্রিনে তুলে ধরা হবে বিমানবন্দর থেকে সল্টলেক, শিয়ালদহ, হাওড়া, ধর্মতলা, বারাসত, বারাকপুর, গড়িয়া সহ বিভিন্ন এলাকার ট্যাক্সিভাড়ার তালিকা। ডিসি ট্রাফিক ইন্দিরা মুখোপাধ্যায় জানিয়েছেন, অন্যান্য সার্ভিস প্রোভাইডারদের থেকে প্রিপেইড ট্যাক্সি বুথের মাধ্যমে যাত্রীদের সাশ্রয় হয় কমপক্ষে ৩০-৪০ শতাংশ টাকা। ফলে যাত্রীদের সেটা জানানো এবং যাত্রীরা যে গন্তব্যস্থলে যাবেন, সেখানের ভাড়া কত পড়বে, তা আমরা এলইডি স্ক্রিনের মাধ্যমে তুলে ধরব। দিন কয়েকের মধ্যে তা চালু হয়ে যাবে।