দেশ বিভাগে ফিরে যান

অসম পুলিশের মৃত্যুর ঘটনায় নিশ্চুপ স্বরাষ্ট্রমন্ত্রী, ব্যস্ত নিজের বিজ্ঞাপনে

July 27, 2021 | < 1 min read

দিনদুয়েক আগেই উত্তর-পূর্বের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে দেখা করে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর পর গতকাল, সোমবার অসম (Assam) ও মিজোরামের (Mizoram) বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রাণ হারান অসম পুলিশের (Assam Police) ছয় কর্মী এবং এর পাশাপাশি ঘটনায় আহত হন আরও ৫০ জন (Amit Shah) পুলিশকর্মী।

দেশে এতো বড় একটি ঘটনা ঘটে যাওয়ার পরেও দেশের স্বরাষ্ট্র মন্ত্রীর টুইটার হ্যান্ডেল জুড়ে তাঁর এবং প্রধানমন্ত্রীর বিজ্ঞাপন।

অসমের অনুষ্ঠানের বক্তৃতার একধিক ভিডিও পোস্ট করলেও, অসম পুলিশদের মৃত্যু নিয়ে মুখে কুলুপ এঁটেছেন অমিত শাহ। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের এতো বড় বিপদকে গুরুত্বই দিলেন না।

এইরকম ঘটনা বিজেপির ইতিহাসে এই প্রথম না। ঠিক এমনটাই ঘটেছিল পুলওয়ামা বিস্ফোরণের দিন। দেশের প্রায় ৪০ জন জওয়ানের যেদিন নৃশংস বিস্ফোরণে প্রাণ চলে গেল, সেদিন যোগাযোগ করা যায়নি দেশের প্রধানমন্ত্রীর সাথে। কারণ তিনি তখন আন্তর্জাতিক বিনোদন চ্যানেলের জন্যে জিম করবেট অভয়ারণ্যে শুটিং- এ ব্যস্ত ছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#assam police, #Amit shah

আরো দেখুন