অসম- মিজোরাম ইস্যুতে অমিত শাহকে নিশানা করল তৃণমূল
অসম-মিজোরাম সীমানা সংঘর্ষ (Assam-Mizoram Border Clash) নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। টুইটে অভিষেক লেখেন, ‘অসম-মিজোরাম সীমানায় হিংসার ঘটনায় স্তম্ভিত। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা। কেন্দ্রে বিজেপি সরকারের চোখের সামনে এই ধরনের ঘটনা গণতন্ত্রের মূলেই আঘাত করে।’
প্রসঙ্গত, সীমানা নিয়ে সংঘাতে গতকালই উত্তপ্ত হয়ে ওঠে অসম-মিজোরাম সীমানাবর্তী অঞ্চল। ঘটনার জেরে মৃত্যু হয়েছে অসম পুলিশের ছয় জওয়ানের। উত্তপ্ত অসম-মিজোরাম সীমানাবর্তী ভাইরেনতে। যা নিয়েই বিবাদে জড়িয়েছেন দুই পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী। পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তুলে অমিত শাহের হস্তক্ষেপের দাবি করেছেন তাঁরা। কিন্তু বিষয়টিতে এখনও নিশ্চুপ স্বরাষ্ট্রমন্ত্রী।
উল্লেখ্য, এই ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ ডেরেক ও’ ব্রায়েন। টুইটে তিনি লেখেন, ‘সবার নজর এখন অমিত শাহর দিকে, যিনি কিনা কিছুদিন আগেই উত্তর- পূর্ব ভারত থেকে ঘুরে এসেছেন। তাঁর অক্ষমতা ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে।’