রাজ্য বিভাগে ফিরে যান

তারকেশ্বর মন্দিরেও ঢুকতে গেলে দিতে হবে করোনা পরীক্ষা

July 27, 2021 | < 1 min read

শ্রাবণী মেলার লক্ষ লক্ষ ভক্তের সমাগম এই বছর নেই তারকেশ্বর মন্দিরে। তবুও অল্প যে ক’জন পুণ্যার্থী আসছেন, তাঁদের প্রথমে থার্মাল গান চেকিং হচ্ছে, এবং তাতে  শরীরের তাপমাত্রা বেশি পেলে করা হচ্ছে  র‌্যাপিড কোভিড টেস্ট। এই দুই পরীক্ষায় উতরালেই মিলছে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার অনুমতি। এই শ্রাবণ মাসে তারকেশ্বরে ভক্তদের যেটুকু  ভিড় হচ্ছে, তা থেকে কোভিড সংক্রমণ রুখতেই এমন পদক্ষেপ নিয়েছে প্রশাসন।

গত বছর শ্রাবণ মাসে বন্ধ ছিল তারকেশ্বর মন্দির। এই বছর মন্দির খোলা থাকলেও বন্ধ রয়েছে মন্দিরের গর্ভগৃহ। নিষিদ্ধ রয়েছে গঙ্গা থেকে পায়ে হেঁটে জল নিয়ে আসাও। বিধিনিষেধ মেনে নির্দিষ্ট সংখ্যক পুণ্যার্থী প্রবেশ করার সুযোগ পাচ্ছেন মন্দির প্রাঙ্গণে। সাধারণের জন্য ট্রেন চলাচল বন্ধ। তাই তীর্থযাত্রীরা ব্যক্তিগত গাড়িতে করেই আসছেন মন্দিরে। মন্দিরের এক কিলোমিটার দূর থেকে প্রশাসনের পক্ষ থেকে পুণ্যার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য মাইকিং এর ব্যবস্থা করা হয়েছে। কিন্তু সোমবার দেখা গেল, অতি উৎসাহী অনেক ভক্তই মাস্ক ব্যবহারে অনীহা দেখাচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে গঙ্গা থেকে পায়ে হেঁটে জল আনা বন্ধ করার জন্য বৈদ্যবাটি ঘাটে নজরদারি চলছে। তবুও সেই বিধিনিষেধকে ফাঁকি দিতে অনেকেই গঙ্গার অন্যান্য ঘাট থেকে জল তুলে সাইকেলে অথবা মোটরবাইকে পৌঁছে যাচ্ছেন তারকেশ্বর। তারকেশ্বর পুরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান স্বপন সামন্ত বলেন, মন্দিরের তিনটি গেট দিয়ে ভক্তরা মন্দির প্রাঙ্গণে প্রবেশ করছেন। পুরসভার স্বাস্থ্যকর্মীরা থার্মাল গান চেকিংয়ের মাধ্যমে শরীরের তাপমাত্রা মাপছেন। কোনও পুণ্যার্থীর তাপমাত্রা বেশি হলে ওই কর্মীরা তাঁর র‌্যাপিড কোভিড টেস্ট করছেন। এই স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হলেই মন্দির প্রাঙ্গণে যাওয়ার অনুমোদন পাচ্ছেন ভক্তরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid 19, #Covid Test, #Tarakeshwar Temple

আরো দেখুন