নাগরিকত্ব বিতর্ক ধামাচাপা দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ওয়েবসাইটে নেই নিশীথের নাম?
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ওয়েবসাইটে নেই বাংলা থেকে নবনির্বাচিত মন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) নাম। অন্য দুই প্রতিমন্ত্রীর নাম থাকলেও সেই তালিকায় নেই কোচবিহারের সাংসদের নাম।
নিশীথ প্রামাণিক আদৌ ভারতের নাগরিক কিনা সেই প্রশ্নে সম্প্রতি তোলপাড় হয়েছে জাতীয় রাজনীতি। আর এই বিতর্ককে ধামাচাপা দিতেই স্বরাষ্ট্রমন্ত্রকের এই পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক মহল।
প্রসঙ্গত, অসমের কংগ্রেস নেতা রিপুন বোরা প্রধানমন্ত্রীকে চিঠি লিখে প্রথম অভিযোগ করেন যে নবনির্বাচিত এই কেন্দ্রীয় মন্ত্রী আদতে বাংলাদেশের নাগরিক। রিপুন তাঁর চিঠিতে উল্লেখ করেন, কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের আদিবাড়ি বাংলাদেশের পলাশবাড়ির হরিনাথপুরে। কম্পিউটার কোর্স করার জন্য তিনি ভারতের রাজ্য অসমে আসেন ও পরবর্তীকালে কোচবিহারে স্থায়ীভাবে রয়ে যান।
রিপুন অভিযোগ করেছেন, ভুয়ো নথিপত্রের ভিত্তিতে নিজেকে কোচবিহারের বাসিন্দা বলে প্রমাণ করতে চাইছেন নিশীথ। এই জালিয়াতির বিরুদ্ধে তদন্তের দাবিও তুলেছেন অসমের এই কংগ্রেস নেতা। এরপরেই এই বিষয় নিয়ে সরব হয় তৃণমূল কংগ্রেস (TMC), কংগ্রেস সহ অন্যান্য বিরোধীরা।
এমতাবস্থায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ওয়েবসাইটে নিশীথ প্রামাণিকের নাম থাকায় রিপনের অভিযোগেই শিলমোহর পড়ছে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। এই ঘটনা থেকে এটা স্পষ্ট যে মন্ত্রীর নাগরিকত্ব নিয়ে ধন্দে আছে খোদ গেরুয়া শিবিরও। আর বিতর্ক এড়াতেই এই পদক্ষেপ।