পরিযায়ী শ্রমিকদের জন্য সরকার সর্বদা সক্রিয়, অধীরকে পাল্টা চিঠি মমতার
পরিযায়ী শ্রমিক (Migrant Workers) ইস্যুতে উদ্বেগ প্রশমন করতে অধীররঞ্জন চৌধুরীকে (Adhirranjan Chowdhury) চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্য রাজনীতিতে পরষ্পরের চিঠির এই আদানপ্রদান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিশেষত, মমতার ‘মিশন-২৪’র মোদি হটাও ডাকের পরিপ্রেক্ষিতে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে তৃতীয়বার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসার পর রাজ্যের পরিযায়ী শ্রমিকদের কল্যাণে পৃথক একটি দপ্তর খোলার অনুরোধ করে মমতাকে চিঠি দিয়েছিলেন অধীরবাবু। ভিন রাজ্য তো বটেই, বিদেশে পাড়ি দেওয়া পরিযায়ী শ্রমিকরা কোভিড পরিস্থিতিতে যে অসহায়তার শিকার হয়েছেন, সেকথা উল্লেখ করেই রাজ্যকে উদ্যোগ নেওয়ার কথা বলেছিলেন তিনি।
তারই উত্তরে অধীররঞ্জন চৌধুরীর কাছে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা উত্তর। চিঠিতে তিনি বলেছেন, রাজ্যের শ্রম দপ্তর শ্রমিকদের যাবতীয় বিষয় দেখভাল করে। এরই আওতায় পরিযায়ী শ্রমিকরাও রয়েছেন। পুরো বিষয়টি দেখভালের জন্য নির্দিষ্ট একটি বিভাগও রয়েছে। সেই বিভাগই ১৫ লক্ষ পরিযায়ী শ্রমিকের তথ্য সংগ্রহ করেছে। প্রথম লকডাউন পর্বে ভিন রাজ্য থেকে এঁরা বাংলায় ফিরে এসেছেন। পরিযায়ী শ্রমিকদের জন্য আমাদের সরকার সর্বদা সক্রিয় বলেও চিঠিতে উল্লেখ করে অধীরবাবুর উদ্বেগ প্রশমন করেছেন মমতা। অন্যদিকে, বিশ্বভারতীতে অচলাবস্থার অভিযোগ এনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের হস্তক্ষেপ দাবি করলেন তৃণমূলের বোলপুরের এমপি অসিত মাল। সোমবার সংসদ ভবনে শিক্ষামন্ত্রীর হাতে চিঠি দিয়ে বিশ্বভারতীর বর্তমান উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ করেছেন অসিতবাবু। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেবেন বলেই আশ্বাস দিয়েছেন।