খেলা বিভাগে ফিরে যান

অলিম্পিকে ছিটকে গিয়ে শাস্তির মুখে মনিকা

July 28, 2021 | 2 min read

টোকিও অলিম্পিকের (Tokyo Olympics 2020) পঞ্চম দিনটা মাঠ ও মাঠের বাইরে বেশ ঘটনাবহুল। একদিকে দেশবাসীকে জয় উপহার দিয়ে পদক জয়ের স্বপ্ন জিইয়ে রাখলেন ভারতীয় বক্সার লভলিনা, ভারতীয় হকি দল, আবার অন্যদিকে অলিম্পিক থেকে ছিটকে গিয়েও বড়সড় শাস্তির মুখে পড়তে চলেছেন মণিকা বাত্রা।

টেবিল টেনিসে মহিলাদের সিঙ্গলসে নজরকাড়া লড়াই দিয়েছিলেন মণিকা বাত্রা (Manika Batra)। কিন্তু তা সত্ত্বেও তাঁর বিরুদ্ধে উঠল শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ। ঘটনাটা ঠিক কী? আসলে ভারতীয় টেবিল টেনিস দলের সঙ্গে টোকিও উড়ে গিয়েছিলেন কোচ সৌম্যদীপ রায়। কিন্তু তাঁর উপস্থিতিতেও মণিকা নিজের কোচ সন্ময়কে নিয়ে যান। তাঁর তত্ত্বাবধানেই ট্রেনিং করেন। যদিও আয়োজকরা সাফ জানিয়ে দিয়েছিল, ম্যাচের সময় নিজের কোচকে সঙ্গে রাখা যাবে না। তাই দেখা যায়, অলিম্পিকের মঞ্চে কোনও কোচ ছাড়াই লড়াই করেন তিনি। আর এতেই চটেছে ভারতীয় টেবিল টেনিস ফেডারেশন (TTFI)। মণিকা বাত্রার এহেন আচরণ যে একেবারেই সহ্য করা হবে না, তা বুঝিয়ে দিয়েছে ফেডারেশন। সচিব বলেন, এক্সিকিউটিভ কমিটির সঙ্গে এনিয়ে আলোচনা হয়েছে। শৃঙ্খলা ভঙ্গের জন্য মণিকার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।

এদিকে, নিজের ইভেন্টের আগে হাঙ্গেরিতে ব্যক্তিগত কোচ ওলার অ্যাকোসের প্রশিক্ষণে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিলেন ভিনেশ ফোগাট। মঙ্গলবারই অবশ্য তাঁর টোকিও পৌঁছে যাওয়ার কথা ছিল। কিন্তু ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে পৌঁছতেই ঘটল বিপত্তি। জানা গিয়েছে, ফ্রাঙ্কফুর্ট থেকে টোকিও যাওয়ার বিমান ধরার কথা ছিল মহাবীর ফোগাটের কন্যার। কিন্তু ফ্রাঙ্কফুর্টে পৌঁছনোর পর জানা যায় যে, ইউরোপীয় ইউনিয়ন তাঁকে হাঙ্গেরিতে থাকার ৯০ দিনের ভিসা দিয়েছিল। তবে মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর বাড়তি একদিন থেকে গিয়েছেন। যে কারণে তাঁকে বিমানবন্দরে আটকে দেওয়া হয়। যদিও কথাবার্তা বলার পর সমস্যা মেটে। তাঁকে টোকিও রওনা হওয়ার অনুমতিও দেওয়া হচ্ছে। বুধবারই পৌঁছবেন ভিনেশ।

এদিকে, বুধবার গ্রুপ পর্বের ম্যাচে ফের কোর্টে নামতে চলেছেন পিভি সিন্ধু। নজর থাকবে মহিলা হকি দলের দিকেও।

TwitterFacebookWhatsAppEmailShare

#Monika batra, #Tokyo Olympics

আরো দেখুন