← কলকাতা বিভাগে ফিরে যান
অশোক দেবের বিরুদ্ধে মামলা খারিজ
বার কাউন্সিলের চেয়ারম্যান পদে থাকা সত্ত্বেও বিধানসভা ভোটে অংশ নিয়ে অশোক দেবের বিধায়ক হওয়া নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। কিন্তু, মামলাটি ছিল উদ্দেশ্যপ্রণোদিত এবং ভুল ধারণার বশবর্তী হয়ে করা। এই অভিমত দিয়ে বিচারপতি রাজাশেখর মান্থা সেটি খারিজ করে দিলেন।
বার কাউন্সিলের চেয়ারম্যান পদটিকে অফিস অব প্রফিট হিসেবে মামলায় দাবি করা হয়। সেইমতো দাবি করা হয় যে, আশোকবাবু ভোটে লড়তেই পারেন না। তাই তাঁর বিধায়ক পদ বাতিল হওয়া উচিত বলেও সওয়াল করা হয়েছিল। জবাবে বলা হয়, চেয়ারম্যান পদে থেকেই তিনি ভোটে দাঁড়িয়েছিলেন। তাই তাঁর নির্বাচন চ্যালেঞ্জ করতে হলে জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী তা করা যায়। কিন্তু, তা করা হয়নি। অন্যদিকে ওই চেয়ারম্যানের পদটি আদৌ লাভজনক নয়। কারণ, সেটি অবৈতনিক। কিন্তু, আদালত এই বিতর্কে যায়নি।