রাজ্য বিভাগে ফিরে যান

৩১ জুলাই থেকে খুলছে রাজ্যের সিনেমা হল

July 29, 2021 | < 1 min read

এবার রাজ্যে সিনেমা হল খোলার অনুমতি মিলল (Cinema Hall to open in Bengal from 31 July)৷ ৩১ জুলাই থেকে খুলছে সিনেমা হল৷ তবে ৫০ শতাংশ (Cinema Hall to open in WB with 50 % occupancy)আসন থাকতে পারবে দর্শক৷ পুরো হলে এখনও ভর্তির অনুমতি মিলছে না৷ রাজ্যে করোনার কোপে বন্ধ ছিল সিনেমা হল৷ ধীরে ধীরে কোনও কোনও ক্ষেত্রে ছাড় দেওয়া হলেও, সিনেমা হল বন্ধ রাখার পক্ষেই ছিল সরকার৷ তবে ২৯ তারিখ নতুন করে যে নির্দেশিকা আসে, তাতে রাতের দিকে জানিয়ে দেওয়া হয় যে রাজ্যে সিনেমা হল খোলার অনুমতি মিলছে৷

বিশেষজ্ঞদের মতে সিনেমা হল দীর্ঘ দিন ধরে বন্ধ থাকার ফলে এই শিল্পের সঙ্গে যুক্ত বহু শিল্পী ও কলাকুশলীর রোজগার বন্ধ রয়েছে৷ ফলে খুবই দুর্দশার মধ্যে পড়েছেন তারা৷ সিনেমা হল বন্ধ থাকার ফলে ছবি মুক্তির পথে হাঁটছেন না প্রযোজকরাও৷ লাভের মুখ দেখা তো দূরের কথা, ফিল্ম ইন্ডাস্ট্রি অবস্থা শোচনয়ী হচ্ছে৷ তাই সিনেমা হল খোলার অনুমতি পেলে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলে মনে করছেন এই শিল্পের সঙ্গে যুক্ত শিল্পীরা৷

রাজ্যে করোনা রোধে বিধি নিষেধের সময়সীমা বাড়ানো হয়েছে ১৫ অগাস্ট পর্যন্ত৷ এখনও রাত ন’টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত বহাল থাকছে নাইট কার্ফু৷ বিধি-নিষেধের এই নতুন পর্যায়ে তেমন কোনও পরিবর্তন হচ্ছে না নিয়মে। লোকাল ট্রেন চালু করার কথা এ বারও জানায়নি রাজ্য। শুধু সরকারি অনুষ্ঠানের ক্ষেত্রে নতুন করে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। নির্দেশ অনুযায়ী রুদ্ধদ্বার অনুষ্ঠানে পঞ্চাশ শতাংশ দর্শক উপস্থিত থাকতে পারবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Coronavirus, #Cinema halls

আরো দেখুন