তথ্য যাচাই বিভাগে ফিরে যান

আগস্ট মাসে ৯ দিন সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার? জানুন আসল সত্য

July 29, 2021 | < 1 min read

দাবি

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে আগস্ট মাসে বেশ কয়েকদিন পূর্ণ লকডাউনের ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিডিওটির স্ক্রিনশটও ভাইরাল করা হচ্ছে সামাজিক মাধ্যমে। পোস্টে লেখা হচ্ছে ২, ৫, ৮, ৯, ১৬, ১৭, ২৩, ২৪, ৩১ আগস্ট লকডাউন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

সত্যতা

এরকম কোনও ঘোষণা সরকারিভাবে এই বছর করা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের লকডাউন ঘোষণার ভিডিও ফুটেজটি গত বছরের। সেই ফুটেজটিকেই এবছরের বলে চালানো হচ্ছে। এবছর এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী পূর্ণ লকডাউনের কোনও ঘোষণা করেননি। সুতরাং পোস্টটি ভুয়ো।

TwitterFacebookWhatsAppEmailShare

#Fact Check

আরো দেখুন