← দেশ বিভাগে ফিরে যান
আজ নীতিন গড়করির সাথে বৈঠক মমতার
তৃতীয়বার ক্ষমতায় আসার পর প্রথম দিল্লি সফরে মমতার নজরে অবিজেপি জোট। মুখ্যমন্ত্রীর সফরের তৃতীয় দিন সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাৎ-সহ একগুচ্ছ কর্মসূচি ছিল মমতার। পাশাপাশি সফরের চতুর্থ দিনও বেশ কিছু কর্মসূচি রয়েছে তাঁর। জেনে নিন এক নজরে।
বৃহস্পতিবারও একগুচ্ছ কর্মসূচি মমতার। দুপুর দু’টোয় তিনি দেখা করবেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতীন গড়করির সঙ্গে। বিকেল চারটেয় তৃণমূল নেত্রীর দেখা করার কথা DMK নেত্রী কানিমোঝির সঙ্গে। বৃহস্পতিবার সন্ধেয় মমতার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন জাভেদ আখতার এবং শাবানা আজমি।