দেশ বিভাগে ফিরে যান

দেশের করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী, উদ্বেগ বাড়াচ্ছে দৈনিক সংক্রমণ

July 30, 2021 | < 1 min read

দেশে করোনার দ্বিতীয় ঢেউ (Covid Second Wave) এখন অনেকটাই স্তিমিত। তবে উপদ্রব শুরু হয়েছে নতুন ভ্যারিয়েন্টের (Variant)। যার ফলে দেশজুড়ে ক্রমেই বাড়ছে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আতঙ্ক। অব্যাহত দেশের কোভিড গ্রাফের উত্থান-পতনও। গত ২৪ ঘণ্টায় ফের উদ্বেগ বাড়ল। কারণ দেশে ফের বেড়েছে দৈনিক সংক্রমণ।

শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ২৩০ জন। এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ১৫ লক্ষ ৭২ হাজার ৩৪৪। অন্যদিকে, ভারতে এখনও অবধি ৪ লক্ষ ২৩ হাজার ২১৭ জনের প্রাণ কেড়েছে করোনা। ২৪ ঘন্টায় মৃত্যু ৫৫৫। এদিকে, দেশে এখনও পর্যন্ত মোট ৩ কোটি ৭ লক্ষ ৪৩ হাজারের বেশি মানুষ করোনামুক্ত হয়েছেন। গত একদিনে সুস্থ হয়েছেন ৪২ হাজার ৩৬০। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪ লক্ষ ৫ হাজার ১৫৫।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid-19, #COVID Second Wave, #COVID positive

আরো দেখুন