খেলা বিভাগে ফিরে যান

বক্সিং সেমিফাইনালে লাভলিনা, অলিম্পিকে দ্বিতীয় পদক নিশ্চিত ভারতের

July 30, 2021 | < 1 min read

টোকিও অলিম্পিকের মহিলা বক্সিংয়ের সেমিফাইনালে পৌঁছে দেশের হয়ে পদক নিশ্চিত করলেন ভারতের লাভলিনা বরগোঁহাই। ৬৯ কেজি বিভাগের শেষ চারে পৌঁছেছেন অসমের বক্সার। দিনের অন্য ম্যাচ হেরে গেলেন ভারতীয় বক্সার সিমরনজিৎ কৌর। ৬০ কেজি বিভাগের প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছেন পাঞ্জাব তনয়াকে।

লাভলিনার দুর্দান্ত জয়

টোকিও অলিম্পিকের প্রি-কোয়ার্টার ফাইনালে হেরে দেশে ক্রীড়াপ্রেমীদের ধাক্কা দিয়েছিলেন মেরি কম। কিংবদন্তির শূন্যতা কিছুটা হলেও পূরণ করলেন লাভলিনা বরগোঁহাই। ৬৯ কেজি বিভাগে দাপুটে জয় পেয়েছেন অসমের বক্সার। চাইনিজ তাইপের চেন নিয়েন-চিনকে ৪-১ পয়েন্টের ব্যবধানে হারিয়েছেন লাভলিনা। তিন রাউন্ডেই দাপট অব্যাহত রেখে তিনি সেমিফাইনালে পৌঁছেছেন। ভারতের জন্য অন্তত একটা ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন বরগোঁহাই। ফাইনালে উঠতে পারলে অন্তত রূপো নিশ্চিত করবেন অসমের বক্সার। দিনের অন্য বক্সিং ম্যাচে হেরে গিয়েছেন ভারতের সিমরনজিৎ কৌর। ৬০ কেজি বিভাগে থাইল্যান্ডের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ০-৫ পয়েন্টের ব্যবধানে হেরে গিয়েছেন ভারতীয় বক্সার।

উচ্ছ্বসিত সোশ্যাল

কিংবদন্তি মেরি কমের হারের জ্বালা ভুলিয়ে লাভলিনা বরগোঁহাইয়ের পারফরম্যান্স দেশের ক্রীড়া প্রেমীদের মুগ্ধ করেছে। অর্জুন পুরস্কারজয়ী বক্সারকে শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যায় ভাসিয়েছেন নেটিজেনরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Tokyo Olympics, #Lovlina Borgohai

আরো দেখুন