কলকাতা বিভাগে ফিরে যান

জলমগ্ন নন্দীগ্রাম, দেখা নেই বিধায়কের, শুভেন্দুর ওপর ক্ষুব্ধ জনতা

July 30, 2021 | < 1 min read

প্রবল বৃষ্টিতে বানভাসী নন্দীগ্রামের বিস্তীর্ণ এলাকা। টানা দু’দিনের লাগাতার বৃষ্টিপাতে ডুবে গিয়েছে বিঘার পর বিঘা চাষের জমি। একাধিক গ্রামের রাস্তার ওপর দিয়ে বইছে জলের ধারা। জনবসতিতে জমে গিয়েছে জল। কিন্তু দেখা নেই স্থানীয় বিধায়কের। হ্যাঁ, এলাকার বাসিন্দাদের একাংশের অভিযোগ, পরিস্থিতির খোঁজ নিতে এলাকায় দেখা যাচ্ছে না নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)।

প্রসঙ্গত বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-শুভেন্দু অধিকারীর দ্বৈরথ ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছিল নন্দীগ্রাম (Nandigram)। ঘটনাচক্রে, জয়ী হন শুভেন্দুই। তবে এই বানভাসী পরিস্থিতিতে নন্দীগ্রামের বিজেপি বিধায়কের দিকে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সরব হয়েছেন নন্দীগ্রাম ব্লক তৃণমূলের সভাপতি স্বদেশ দাস। তাঁর দাবি, ‘বৃষ্টি বিপর্যস্ত মানুষদের পাশে দেখা যায়নি এলাকার বিধায়ক বা সাংসদকে। রাজনীতি করার সময় সকলে হাজির হয়ে যান। অথচ বিপদের সময় জনপ্রতিনিধিদের দেখা পাচ্ছেন না মানুষ।’ উল্লেখ্য, নন্দীগ্রাম বিধানসভা এলাকাটি তমলুক লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। এই কেন্দ্রের সাংসদ শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী। দিব্যেন্দু এখনও তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করেননি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Nandigram, #Waterlogged, #suvendu adhikari

আরো দেখুন