রাজ্য বিভাগে ফিরে যান

ব্যাঙ্কিং প্রশিক্ষণে এগিয়ে আসুক বেসরকারি ব্যাঙ্ক, চান অমিত মিত্র

July 30, 2021 | < 1 min read

অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কর্মীদের প্রশিক্ষণ জরুরি। যাঁরা ব্যাঙ্কে চাকরির জন্য চেষ্টা চালাচ্ছেন, সেই ছাত্রছাত্রীরা যাতে এই বিষয়ে কোর্স করতে পারেন, তার জন্য ব্যাঙ্কগুলির কাছে আবেদন জানাবে রাজ্য সরকার। বৃহস্পতিবার রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র এক অনুষ্ঠানে বলেন, এই বিষয়ে স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটির পরবর্তী বৈঠকে আলোচনা হবে।

বন্ধন ব্যাঙ্ক ইতিমধ্যেই নেক্স জেন ব্যাঙ্কার্স পিজি ডিপ্লোমা কোর্স চালু করেছে। তারই নতুন শিক্ষাবর্ষের উদ্বোধন করেন অমিতবাবু। তিনি বলেন, সোশ্যাল সায়েন্স থেকে শুরু করে রিস্ক ম্যানেজমেন্ট বা ডিজিটাল ব্যাঙ্কিংয়ের উপর যেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে, তা প্রশংসাযোগ্য। অন্যান্য বেসরকারি ব্যাঙ্কেরও এই বিষয়ে এগিয়ে আসা উচিত। তাঁর কথায়, রাজ্য সরকার পড়ুয়াদের জন্য যে ক্রেডিট কার্ড চালু করেছে, এক্ষেত্রে তারও সুযোগ নিতে পারবেন পড়ুয়ারা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Private Banks, #Dr Amit Mitra, #training

আরো দেখুন