খেলা বিভাগে ফিরে যান

অলিম্পিক্সে এবার বিশ্বের দ্রুততম মহিলা জামাইকার এলাইনি থমসন-হেরা

July 31, 2021 | < 1 min read

মহিলাদের ১০০ মিটারে সোনা জিতলেন জামাইকার এলাইনি থমসন-হেরা। প্রতিযোগিতার অন্যতম সেরা দৌড়বিদ হিসেবে যাঁকে ধরা হচ্ছিল, সেই শেলি অ্যান ফ্রেজার প্রাইসকে টপকে সোনা পেলেন তিনি। গত বার রিয়ো অলিম্পিক্সেও সোনা পেয়েছিলেন এলাইনি। শনিবার প্রথম তিনটি স্থানেই জামাইকার দৌড়বিদরা রয়েছেন।

শেলিকেই এ বার মনে করা হচ্ছিল মহিলাদের বিভাগে বাকিদের থেকে এগিয়ে। কিন্তু হিসেব উল্টে নিজের সোনা ধরে রাখলেন এলাইনি। দৌড় শেষ করলেন ১০.৬১ সেকেন্ডে, যা অলিম্পিক্সের রেকর্ড। শেলি শেষ করেন ১০.৭৪ সেকেন্ডে। তৃতীয় স্থানে থাকা শেরিকা জ্যাকসন ১০.৭৬ সেকেন্ডে দৌড় শেষ করেছেন।

জামাইকার ম্যাঞ্চেস্টার প্যারিসে জন্ম এলাইনির। প্রথমে ক্রিশ্চিয়ানা হাইস্কুল এবং পরে ম্যাঞ্চেস্টার হাইস্কুলে পড়াকালীন দৌড়ে হাতেখড়ি। প্রথমে তিনি স্প্রিন্টার ছিলেন না। বরং দূরপাল্লার দৌড়েই বেশি আগ্রহ ছিল। ধীরে ধীরে স্প্রিন্টার হিসেবে গড়ে তোলেন নিজেকে।

রিয়ো অলিম্পিক্সে ১০০ মিটারের পাশাপাশি ২০০ মিটারেও সোনা জিতেছিলেন তিনি। রিলেতে জামাইকা রুপো পেয়েছিল। এবারও ২০০ মিটার এবং রিলে-তে দেখা যাবে তাঁকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Tokyo Olympics, #gold, #Elaine Thompson Herah

আরো দেখুন