খেলা বিভাগে ফিরে যান

মহিলাদের ডিসকাস থ্রোয়ের ফাইনালে পৌঁছলেন কমলপ্রীত কউর

July 31, 2021 | < 1 min read

অলিম্পিক্সে (Olympics) মহিলাদের ডিসকাস থ্রোয়ের ফাইনালে পৌঁছে গেলেন ভারতের কমলপ্রীত কউর (Kamalpreet Kaur)। গ্রু বি থেকে তিনি ফাইনালের যোগ্যতা অর্জন করলেন। ৬৪ মিটার দূরে ডিসকাস থ্রো করে তিনি ফাইনালে পৌঁছে গিয়েছেন। তবে গ্রুপ এ থেকে ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছেন ভারতের অপর এক অ্যাথলিট সীমা পুনিয়া। ফাইনাল সোমবার, ২ অগাস্ট। কমলপ্রীতের হাত ধরে আরও একটি পদকের আশায় ভারত। 

TwitterFacebookWhatsAppEmailShare

#tokyo olympics 2020

আরো দেখুন