দেশ বিভাগে ফিরে যান

রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে পারে বিরোধীরা? জল্পনা

July 31, 2021 | < 1 min read

প্রতিদিন বিরোধীদের আনা আলোচনার প্রস্তাব দিনের-পর-দিন খারিজ হচ্ছে সংসদে। পেগাসাস, কৃষি আইন, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ইত্যাদি ইস্যুতে আলোচনা হচ্ছেনা। এমনটা চলতে থাকলে শীঘ্রই অন্য পথে হাঁটতে চান বিরোধীরা। বিশেষ সূত্রের খবর, এইভাবে বিরোধীদের অগ্রাহ্য করা হলে আগামী সপ্তাহেই রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডুর (Venkaiah Naidu) বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে পারে বিরোধী দলগুলি।

সূত্রের খবর, এই তালিকায় প্রথমেই রয়েছে তৃণমূল কংগ্রেস। এছাড়া কংগ্রেস, ডিএমকে এবং বাম দলগুলো অনাস্থা প্রস্তাবে সই করতে পারে।

গত ১৯ জুলাই থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। শুরুর দিন থেকেই পেগাসাস, পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি, কৃষক আইন ইত্যাদি ইস্যুতে বিরোধী দলগুলি আলোচনা চেয়ে রাজ্যসভায় (Rajya Sabha) নোটিশ দিয়েছে। মুলতবি প্রস্তাবের সেই নোটিশ গ্রাহ্য করেননি চেয়ারম্যান। প্রতিবাদ জানাতে গিয়ে সাসপেন্ড হয়েছেন তৃণমূল কংগ্রেসের সংসদ শান্তনু সেন।

সরকার এবং রাজ্যসভার চেয়ারম্যানের অনড় মনোভাবে ক্ষুব্ধ বিরোধী দলগুলি এবার তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Rajya Sabha, #No Confidence Motion, #M. Venkaiah Naidu

আরো দেখুন