রাজ্য বিভাগে ফিরে যান

২ আগস্ট খেলা দিবসের কর্মসূচি সরকারিভাবে ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী

July 31, 2021 | < 1 min read

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে আগামী ১৬ আগস্ট দিনটি ‘খেলা দিবস’ (Khela Dibas) হিসেবে পালিত হবে গোটা রাজ্যে। তার আগে আাগামী ২ আগস্ট নেতাজি ইনডোর স্টেডিয়ামে খেলা দিবসের কর্মসূচি সরকারিভাবে ঘোষণা করবেন তিনি।

রাজ্য সরকার এবার খেলা দিবস আয়োজন করছে আইএফএ (IFA) অনুমোদিত ২৮৬টি সংস্থাকে সঙ্গে নিয়ে। রাজ্য সরকার ও আইএফএ’র মধ্যে সংযোগের কাজটি করছেন ক্রীড়া দপ্তরের আধিকারিকরাও। নবান্নে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকেও আইএফএ সচিবের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে।

খেলা দিবসে জেলা ক্রীড়া সংস্থা দশটি করে ফুটবল দেবে আইএফএ অনুমোদিত ২৮৬টি অনুমোদিত ইউনিটকে। এভাবে ময়দানের সব ক্লাবগুলিকেই মুখ্যমন্ত্রী খেলা দিবসের সঙ্গে যুক্ত করতে চাইছেন।

এই অনুষ্ঠানের জন্যই ৩১ জুলাই থেকে খুলে দেওয়া হচ্ছে নেতাজি ইনডোর স্টেডিয়াম। সূত্রের খবর, খেলা দিবসের পরের দিন শুরু হচ্ছে কলকাতা প্রিমিয়ার লিগ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Khela Dibas

আরো দেখুন