রাজ্য বিভাগে ফিরে যান

দামোদর ব্যারেজ, মাইথন, পাঞ্চেত থেকে বিপুল জল ছাড়া শুরু, বন্যার ভ্রকুটি রাজ্যে

July 31, 2021 | < 1 min read

ছবি: প্রতীকী

ঝাড়খন্ডে ও শিল্পাঞ্চলের তুমুল বৃষ্টিপাতের জের। বিপুল পরিমাণে জল ছাড়া শুরু হল দামোদর ব্যারেজ, মাইথন, পাঞ্চেত থেকে। সেন্ট্রাল ওয়াটার কমিশনের পক্ষ থেকে বন্যার কমলা সর্তকতা জারি করা হয়েছে।

জানা যাচ্ছে, মাইথন পাঞ্চেত থেকে মোট ৫০ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে। দামোদর ব্যারেজ থেকে সকাল নটা নাগাদ ১ লক্ষ ৩০হাজার কিউসেক করে জল ছাড়া হয়েছে। এর ফলে নিম্ন দামোদর অববাহিকায় বন্যার প্রবল আশঙ্কা দেখা দিয়েছে। শিল্পাঞ্চলের নিচু এলাকা থেকে ইতিমধ্যেই মানুষজনকে সরানোর কাজ দ্রুত গতিতে চলছে। খোলা হয়েছে বাইশটি অস্থায়ী ত্রাণশিবিরও।

অন্যদিকে গত ৪৮ ঘণ্টায় রাজ্যে অতিবৃষ্টির কারণে পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য ন’টি জেলার জেলাশাসক দের সঙ্গে আপৎকালীন বৈঠকে বসছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। শনিবার বেলা সাড়ে বারোটায় নবান্ন থেকে ভার্চুয়ালি এই বৈঠক শুরু হয়েছে। উপস্থিত রয়েছেন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, দার্জিলিং ও কালিম্পং জেলার জেলাশাসকরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#damodar barrage, #maithon

আরো দেখুন