ফ্রেন্ডশিপ ডে-র প্রাক্কালে মুক্তি পেল ‘আবার বছর কুড়ি পরে’ এর পোস্টার
লকডাউন শিথিল হতেই ধীরে ধীরে ছন্দে ফিরছে টলিউড। বহু আটকে থাকা ছবি এবার মুক্তির দিন গুনছে।
১লা আগষ্ট বন্ধুত্ব দিবস। (Friendship Day) এমন দিনেই তাই পরিচালক শ্রীকান্ত সেনগুপ্ত তাঁর আগামী ছবি ‘ আবার বছর কুড়ি পরে’ ছবির পোস্টার মুক্তির দিন বাছলেন। ছবির শ্যুটিং শেষ হয়ে গেলেও পোস্ট প্রোডাকশনের কাজ চলছে এখন।
ছবির পোস্টার দেখে দর্শক মন এক ছুটে চলে যাবে ছোটবেলার স্কুলের সেই দিন গুলোতে। সোশ্যাল মিডিয়ার দৌলতে যদিও এখন ছোটবেলার বন্ধুদের সঙ্গে যোগাযোগ হচ্ছে। তবে ছোটবেলার সেই মান, অভিমান ঝগড়ার স্মৃতি ফিরে আসবে এই ছবির গল্প দেখতে দেখতে। এই ধরনের গল্প আগে বাংলা সিনেমার পর্দায় দেখা গেলেও ‘আবার বছর কুড়ি পরে’ ছবিতে স্কুলবেলার বহু ঘটনা নানাভাবে স্মৃতির সরনি বেয়ে ঘুরেফিরে আসবে। ছোটবেলার স্কুলজীবন শেষ হতেই খুব কাছের বন্ধুরাও জীবিকার কারনেই ছড়িয়ে ছিটিয়ে যায়, এই বন্ধুদের যখন রিইউনিয়ন হয় তখন এক অন্য গল্প উঠে আসে। জীবনের ওঠানামার সঙ্গে বন্ধুদের পুনর্মিলন নতুন কী মোড় নেয় ,সেই নিয়েই এই ছবি।
ছবিতে অল্পবয়সের বন্ধুদের দল ও পরবর্তীতে যে যার মতো ছড়িয়ে যাওয়া এই দুরকমভাবেই দেখা যাবে চরিত্রদের। আবির চট্টোপাধ্যায় কর্পোরেট সংস্থায় কর্মরত, নাম অরুণ। পর্দায় আবিরের ছোটবেলার ভূমিকায় আর্য দাশগুপ্ত। অর্পিতা চট্টোপাধ্যায় অর্থাৎ বনি এখন চিকিৎসক। তাঁর স্কুলজীবনের চরিত্রে রয়েছেন দিব্যাসা দাস। তনুশ্রী সরকার ওরফে ছবির নীলাঞ্জনা এখন গৃহবধূ, যার ছোটবেলায় পর্দায় দেখা যাবে তানিকা বসুকে। এদের আর এক বন্ধু দত্ত অভিনয়ে রুদ্রনীল ঘোষ একমাত্র কলকাতার বাসিন্দা,যার উদ্যোগেই এই বন্ধুদের মিলন উৎসব। এরা ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন সুমন্ত মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, রবি শাহ, স্বাগতা বসু, প্রসূন দাশগুপ্ত, রাজর্ষি নাগ, অরিত্র দত্ত বণিক প্রমুখ অভিনেতারা।
এই ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক ও মোনালী সেনগুপ্ত। ছবির সঙ্গীতের দায়িত্বে রয়েছেন রণজয় ভট্টাচার্য।
‘আবার বছর কুড়ি পরে’ ছবির মুক্তির দিন এখনও জানা যায়নি প্রযোজনা সংস্থার তরফ থেকে । তাই বন্ধু দিবসে এই ছবির পোস্টার দেখেই দর্শকরা স্কুলবেলার বন্ধুদের নস্টালজিয়ায় মজে থাকুক।