অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয় সিন্ধুর
রিও অলিম্পিক্সে রুপোর পদক জিতলেও টোকিওয় ফাইনালে উঠতে পারেননি পিভি সিন্ধু( P.V. Sindhu)। ফলে ব্যাডমিন্টনের ওমেনস সিঙ্গলসে সোনা বা রুপো জয়ের সম্ভাবনা আগেই শেষ হয়ে যায় পুসারলার। যদিও ব্রোঞ্জ জয় করলেন লড়াকু এই ভারতীয় তারকা।
ব্রোঞ্জ মেডেল ম্যাচে সিন্ধুর প্রতিপক্ষ চিনের হি বিংজিয়াও, যিনি টুর্নামেন্টে অষ্টম বাছাইয়ের মর্যাদা পেয়েছেন। সিন্ধু টোকিওয় ষষ্ঠ বাছাই হিসেবে কোর্টে নেমেছেন।
প্রথম গেম:- সার্ভিস থেকে প্রথম পয়েন্ট সংগ্রহ করেন সিন্ধু। পরপর চারটি পয়েন্ট সংগ্রহ করে শুরুতেই ৪-০ এগিয়ে যান ভারতীয় তারকা। পরে ঘুরে দাঁড়িয়ে বিংজিয়াও একসময় ৫-৬ ব্যবধানে লিড নেন। সিন্ধু অবশ্য রাশ নিজের হাত থেকে বেরিয়ে যেতে দেননি। তিনি মিড গেম ব্রেকে ১১-৮ ব্যবধানে এগিয়ে থাকেন। শেষমেশ ২৩ মিনিটের লড়াইয়ে প্রথম গেন ২১-১৩ ব্যবধানে জিতে নেন ভারতীয় শাটলার।
দ্বিতীয় গেম:- শুরু থেকেই তুল্যমূল্য লড়াই চলে। ১৬ মিনিট লড়াই শেষে সিন্ধু এগিয়ে যায় ১১-৮ পয়েন্টে।