এবার বাংলা ভাগের উস্কানি দিলেন শীতলকুচির বিধায়ক
‘উত্তরবঙ্গ দীর্ঘদিন ধরে বঞ্চিত’, এবার বঙ্গভঙ্গ জন বার্লা, শিখা চট্টোপাধ্যায়ের পর এবার বরেনচন্দ্র বর্মণ (Baren Chandra Barman)। উত্তরবঙ্গ নিয়ে বিতর্কিত মন্তব্য এবার শীতলকুচির BJP বিধায়কের কণ্ঠে। তিনি দাবি করেছেন, ‘দীর্ঘদিন ধরেই উত্তরবঙ্গের মানুষ বঞ্চিত, লাঞ্ছিত, শোষিত। কোনও উন্নতিই এখানে হয়নি। এখানে AIIMS নেই, ভালো কোনও শিক্ষাপ্রতিষ্ঠান নেই। উত্তরবঙ্গ নিয়ে এই দাবি মানুষের। আমরা মানুষের দাবিকে সমর্থন করি।’
অর্থাৎ উত্তরবঙ্গকে আলাদা রাজ্য ঘোষণা করার দাবিকেই সমর্থন করেছেন তিনি, মত ওয়াকিবহাল মহলের। এদিকে, এই মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে আলোড়ন তৈরি হয়েছে। এর আগে এই সুর শোনা গিয়েছিল গিয়েছিল BJP সাংসদ জন বার্লার কণ্ঠে। তিনি বলেছিলেন, ‘উত্তরবঙ্গকে আলাদা রাজ্য হিসেবে দেখতে চাই। এই প্রসঙ্গে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে আবেদন জানাব। সাধারণ মানুষ শান্তি চায়। কিন্তু প্রত্যেকেই আক্রান্ত হচ্ছেন। কোথায় যাবেন তাঁরা। সাংসদ তহবিলের কাজের জন্য দরজায় দরজায় আমাদের ঘুরতে হচ্ছে। কিন্তু সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছেন না।উত্তরবঙ্গকে আলাদা রাজ্য হিসেবে দেখতে চান সাধারণ মানুষ। আমি তাঁদের কথাই বলছি।’
সুর শোনা গেল কোচবিহার দক্ষিণের বিধায়ক নিখিল রঞ্জন দের গলায়। তিনি বলেন, ‘BJP উত্তরবঙ্গ আলাদা রাজ্য হিসেবে দেখতে চায় না, তা আগেই স্পষ্ট করে দিয়েছিল রাজ্য BJP সভাপতি। যদি কেউ এই ধরনের কথা বলে তাঁকে আমরা সমর্থন করি না।