ত্রিপুরায় আক্রান্ত অভিষেক, সংসদে, টুইটারে সরব তৃণমূল
ত্রিপুরায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলার ঘটনায় সংসদে সরব হলেন দলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন। সংসদের বাইরে বিরোধীদের উপর কেন হামলা হচ্ছে সেই প্রশ্ন তোলেন তিনি। অন্য দিকে এই ঘটনা নিয়ে সরব হয়েছেন তৃণমূলের অন্যান্য নেতা-নেত্রীরাও। টুইট করেছেন সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরা মুকুল রায়, দলের মহাসচিব তথা বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়, সাংসদ কাকলি ঘোষ দস্তিদাররা।
সোমবার রাজ্যসভায় ডেপুটি স্পিকারের সামনে ডেরেক বলেন, ‘‘আপনি বলছেন সংসদে শান্তি বজায় রাখতে। সেটা যেমন প্রয়োজন তেমনই সংসদের বাইরেও শান্তি বজায় রাখা দরকার। ত্রিপুরায় লোকসভার একজন সাংসদের উপর হামলা হয়েছে। সরকার সব জায়গায় বিরোধীদের বাধা দেওয়ার চেষ্টা করছে।’’ যদিও ডেরেকের এই মন্তব্যের পরে ডেপুটি স্পিকার বলেন, ‘‘এই ধরনের মন্তব্য সংসদে করা উচিত নয়। আপনি সংসদের নিয়ম জানেন। তাই এই মন্তব্য রেকর্ড করা হবে না।’’
এ দিকে এই ঘটনা নিয়ে টুইট করে মুকুল বলেন, ‘ত্রিপুরায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের উপরে হামলার ঘটনার তীব্র নিন্দা করছি।’ পার্থ টুইট করে বলেন, ‘ত্রিপুরায় গণতন্ত্র বিপন্ন। আমি অভিষেকের কনভয়ে হামলার ঘটনার নিন্দা করছি।’ তৃণমূলের আরও এক সাংসদ কাকলি টুইট করে বলেন, ‘বিজেপি-র লজ্জা হওয়া উচিত। বিজেপি কেন এত ভয় পাচ্ছে?’
যদিও অভিষেকের উপর বিক্ষোভ দলীয় কর্মীদের বলে মানতে নারাজ বিজেপি। পশ্চিমবঙ্গ বিজেপি-র পক্ষে টুইট করে বলা হয়েছে, ‘বাংলায় বিরোধী দলের নেতাদের সঙ্গে এমন আচরণ রোজকার ব্যাপার। এখন দেখা যাচ্ছে, তৃণমূলের হিংস্র কর্মীদের ত্রিপুরায় পাঠানো হয়েছে।’