← দেশ বিভাগে ফিরে যান
পেগাসাস কাণ্ডে তদন্তের দাবি করলেন নীতিশ, অস্বস্তিতে বিজেপি
পেগাসাস-কাণ্ডের (Pegasus) তদন্ত চাইলেন নীতীশ কুমার (Nitish Kumar)। ফোনে আড়ি পাতার অভিযোগ ঘিরে এত দিন কংগ্রেস, তৃণমূল, বামেদের মতো বিরোধীরা সরব ছিল। এ বার বিজেপি-র (BJP) অন্যতম সহযোগী দল জেডি(ইউ)-র তরফে তদন্তের দাবি নরেন্দ্র মোদী (Narendra Modi) সরকারের অস্বস্তি বাড়াল বলেই মনে করছেন রাজনীতির কারবারিরা।
নীতীশ সোমবার বলেন, ‘‘মানুষকে বিব্রত এবং হয়রান করার উদ্দেশ্যে এমন কাজ (আড়ি পাতা) অনুচিত। পুরো বিষয়টি প্রকাশ্যে আসা উচিত।’’
ইজরায়েলি স্পাইওয়্যারের সাহায্যে নেতা, মন্ত্রী, শিল্পপতি, সাংবাদিকদের ফোনে আড়ি পাতার ঘটনা নিয়ে ইতিমধ্যেই তদন্ত কমিশন গঠন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশের দাবি, তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।