দেশ বিভাগে ফিরে যান

পেগাসাসের প্রতিবাদ, মোদীর বিরুদ্ধে সংসদে নকল অধিবেশনের ভাবনা বিরোধীদের

August 2, 2021 | < 1 min read

ফোনে আড়ি পাতা নিয়ে উচ্চবাচ্য করছ না কেন্দ্রীয় সরকার। তার জেরে এ বার নকল সংসদীয় অধিবেশন ডাকা নিয়ে চিন্তা ভাবনা করছে বিরোধী শিবির। তার জন্য মঙ্গলবার বৈঠকে বসছে ১৪টি বিজেপি (BJP) বিরোধী দল। কী ভাবে এগনো হবে, সংসদভবনের বাইরে সংবাদমাধ্যমের সামনেই নকল অধিবেশন ডাকা হবে কি না, তা নিয়ে বিশদে আলোচনা হবে সেখানে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় এই ‘প্রাতরাশ বৈঠক’ ডাকা হয়েছে কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীর (Rahul Gandhi) বাসভবনে। বিরোধীদের অভিযোগ, গোটা বিষয়টি উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। তাই এ নিয়ে সংসদে আলোচনা করতে দেওয়া হচ্ছে না। যথেষ্ট তথ্যপ্রমাণ থাকা সত্ত্বেও গুরুত্ব দেওয়া হচ্ছে বিরোধীদের অভিযোগকে। তাই সংসদের না হোক, সংসদভবনের বাইের নকল অধিবেশন বসাবেন তাঁরা।

আড়ি পাতা নিয়ে গত দু’সপ্তাহ ধরে হুলুস্থুল কাণ্ড সংসদের বাদল অধিবেশনে। সরকারের অভিযোগ, ইচ্ছাকৃত ভাবে সংসদে অচলাবস্থা তৈরি করছে বিরোধীরা। তাদের জন্য করদাতাদের ১৩৩ কোটি টাকা নষ্ট হয়েছে। যদিও বিরোধীদের দাবি, সংসদে সরকারের কাছে জবাব চাওয়া গণতান্ত্রিক পরিকাঠামোর অংশ। আলোচনা এড়িয়ে সরকারই তার অবমাননা করছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Narendra Modi, #Parliament, #Amit shah, #bjp, #Rahul Gandhi, #tmc, #Pegasus

আরো দেখুন