উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

বারলার বিরুদ্ধে এবার আন্দোলনে বিকাশ পরিষদ

August 3, 2021 | 2 min read

চা শ্রমিকদের ন্যূনতম মজুরি চালু, শ্রমিকদের জমির পাট্টা ও বন্ধ বাগান খোলার প্রতিশ্রুতি দিয়ে ভোটে জিতেছিলেন আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী জন বারলা (John Barla)। সম্প্রতি তিনি নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হন। কিন্তু, বারলা ভোটে জেতার পর কোনও প্রতিশ্রুতিই পালন করেননি, এমনই অভিযোগ তুলে সরব হল আদিবাসী বিকাশ পরিষদ। তাই এবার চা বলয়ে আন্দোলনে নামছে ডুয়ার্সে আদিবাসীদের এই সংগঠন। চা বলয়ে বারলার বিরুদ্ধে আন্দোলনে নামার জন্য সোমবার মাদারিহাটের একটি ক্লাবে রুদ্ধদ্বার বৈঠক করে আদিবাসীদের এই সংগঠনের কর্মকর্তারা। বাগানগুলিতে কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনের চূড়ান্ত দিন ঠিক করতে আজ, মঙ্গলবারও মাদারিহাটে তাঁরা বৈঠকে বসবেন। আদিবাসী বিকাশ পরিষদের নেতারা জানিয়েছেন, সোমবারের বৈঠকে ঠিক হয়েছে জন বারলার বিরুদ্ধে আলিপুরদুয়ার জেলার প্রতিটি চা বাগানে গেট মিটিং করা হবে। চা বলয়ে হাটেবাজারে পথসভা হবে। বাগানগুলিতে কাজের শুরুতে মিছিলও হবে। পাশাপাশি বানারহাটে আদিবাসী মহিলাকে হেনস্তাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবি জানিয়ে আলিপুরদুয়ার জেলার প্রতিটি থানায় ডেপুটেশনও দেওয়া হবে।

প্রসঙ্গত, জন বারলার সঙ্গে মতান্তরের জেরে অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ থেকে বেড়িয়ে এসে রাজেশ লাকড়া ওরফে টাইগার ভারতীয় মূলনিবাসী আদিবাসী আদিবাসী বিকাশ পরিষদ গঠন করেন এবং তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তৃণমূলের পশ্চিমবঙ্গ এসটি সেলের সাধারণ সম্পাদক রাজেশবাবু ভারতীয় মূলনিবাসী আদিবাসী বিকাশ পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি। গত বিধানসভা ভোটে তিনি মাদারিহাট আসনে তৃণমূলের প্রার্থী ছিলেন। কিন্তু বিজেপির মনোজ টিগ্গার কাছে হেরে যান। রাজেশবাবুর অভিযোগ, ডুয়ার্সের চা শ্রমিকদের জন্য ৩৫০ টাকা মজুরি, চা বাগানে শ্রমিকদের জমির পাট্টা দেওয়া ও বন্ধ বাগান খোলার প্রতিশ্রুতি দিয়ে বারলা লোকসভা ভোটে জিতেছিলেন। কিন্তু, ভোটে জেতার পর তিনি চা শ্রমিকদের জন্যই এতদিনে কিছুই করেননি। এদিন রাজেশবাবু বলেন, প্রতিশ্রুতি দিয়ে জন বারলা কোনও বন্ধ বাগানও খুলতে পারেননি। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রজেক্টে ভুটান সীমান্তবর্তী কালচিনি, মাদারিহাট ও কুমারগ্রাম ব্লকে কালভার্ট, সেতু, রাস্তা ও পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা করবেন। কিন্তু, ওসব কিছুই হয়নি। আসলে ওঁর ওসব প্রতিশ্রুতিও ছিল ভাঁওতাবাজি। উন্নয়ন তো দূর অস্ত, কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পর তাঁকে এলাকায় এখনও দেখা যায়নি। তারই জবাব চাইতে এবার
ডুয়ার্সের প্রতিটি বাগানে আমরা আন্দোলনে নামছি। আদিবাসী বিকাশ পরিষদের এমন অভিযোগের বিষয়ে জানতে এদিন মন্ত্রী জন বারলাকে একাধিকবার টেলিফোন করা হলেও তিনি ফোন ধরেননি। এসএমএসেরও উত্তর দেননি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Adivasi Vikas Parishad, #John Barla

আরো দেখুন