খেলা বিভাগে ফিরে যান

আগামীকাল অলিম্পিক্সে ভারতের চোখ থাকবে লাভলিনা, রানীদের দিকেই

August 3, 2021 | < 1 min read

আজ অলিম্পিক্সে হকির সেমিফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে ৫-২ গোলে হারল ভারত। এবার ব্রোঞ্জের জন্য জার্মানির মুখোমুখি হবে তারা। অন্যদিকে রেসলিংয়ের প্রি কোয়ার্টার ফাইনালে হারল সোনম মালিকের। ৬২ কেজি ফ্রি স্টাইল বিভাগে কলম্বিয়ার প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে হেরে জান সোনম। শট পাটের ফাইনালে উঠতে ব্যর্থ হন ভারতের তজিন্দরপাল সিংহ তুর। প্রত্যাশাপূরণ করতে পারলেন না তিনি।

কাল মহিলা হকির সেমিফাইনালে ভারত বনাম আর্জেন্তিনা ম্যাচ শুরু ভারতীয় সময় দুপুর সাড়ে তিনটেয়। লাভলিনা বরগোহাঁই
পদকের আশায় নামবেন বুসেনাজ সূর্মেনেলির বিরুদ্ধে, মহিলা ওয়েলটার ওয়েট (৬৯ কেজি) সেমিফাইনালে, কাল সকাল ১১টায়।

জেনে নিন কাল কারা ভারতের হয়ে অংশগ্রহণ করবেন:

অ্যাথলেটিক্স:
নীরাজ চোপড়া পুরুষদের জ্যাভেলিন থ্রো কোয়ালিফিকেশন: গ্রুপ এ – সকাল ৫:৩৫

গল্ফ:
অদিতি অশোক মহিলাদের রাউন্ড ১: ৫:৫৫

অ্যাথলেটিক্স:
শিবপাল সিং পুরুষদের জ্যাভেলিন থ্রো কোয়ালিফিকেশন: গ্রুপ বি – সকাল ৭:০৫

গল্ফ:
দীক্ষা ডাগার মহিলা বিভাগ, রাউন্ড ১: সময় সকাল ৭:৩৯

বক্সিং:
লাভলিনা বরগোহাঁই বনাম বুসেনাজ সূর্মেনেলি, মহিলা ওয়েলটার ওয়েট (৬৯ কেজি) সেমিফাইনাল, সকাল ১১টা

মহিলাদের হকি সেমিফাইনাল:
আর্জেন্টিনা বনাম ভারত, সময়: দুপুর ৩:৩০

কুস্তি:
রবি কুমার বনাম অস্কার টাইগারস, পুরুষ ফ্রি স্টাইল, ৫৭ কেজি, রাউন্ড ওফ ১৬: সময় পরে জানানো হবে।
আংশু মালিক বনাম ইরিনা কুরাচকিনা, মহিলা ফ্রি স্টাইল, ৫৭ কেজি রাউন্ড ওফ ১৬, সময় পরে জানানো হবে।
দীপক পুনিয়া বনাম একেরেকেমে এগিয়মোর, পুরুষদের ফ্রি স্টাইল, ৮৬ কেজি, রাউন্ড ওফ ১৬: সময় পরে জানানো হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Tokyo Olympics, #olympics, #LovlinaBorgohai

আরো দেখুন