কলকাতা বিভাগে ফিরে যান

উপনির্বাচন – ইভিএম পরীক্ষার কাজ শেষ এই সপ্তাহেই

August 3, 2021 | < 1 min read

উপনির্বাচনের প্রস্তুতি নিতে এই সপ্তাহেই ইভিএমের ফার্স্ট লেভেল চেকিংয়ের কাজ শেষ করতে নির্দেশ দিল নির্বাচন কমিশন। আজ বুধবার থেকে ৬ আগস্ট শুক্রবারের মধ্যে সেই কাজ হবে। এর জন্য প্রত্যেক রাজনৈতিক দলের দু’জন করে প্রতিনিধি থাকতে পারবেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব রাজনৈতিক দলকে ওই চিঠি পাঠানো হয়েছে। মূলত ভবানীপুর, খড়দহ, শান্তিপুর, দিনহাটা এবং গোসাবাতে বিধায়কের পদত্যাগ ও মৃত্যুর কারণে উপনির্বাচন অনিবার্য হয়ে পড়েছে। আর করোনার কারণে মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জে সাধারণ নির্বাচন এখনও বাকি রয়েছে। সেখানে অবশ্য ইভিএমের (EVM) ফার্স্ট লেভেল চেকিংয়ের প্রয়োজন পড়বে না।

ভবানীপুর কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং খড়দহ কেন্দ্রে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় প্রার্থী হবেন এটা মোটামুটি নিশ্চিত। করোনাও অনেকটা নিয়ন্ত্রণে। তাই যে-কোনও সময় ভোট ঘোষণা হবে ধরে নিয়ে কমিশন সবরকম প্রস্তুতি শুরু করে দিয়েছে। কোনও বিধায়কের মৃত্যু হলে বা পদত্যাগ করলে ছ’মাসের মধ্যেই উপনির্বাচন করতে হয় এটাই কমিশনের নিয়ম। তাই সেপ্টেম্বরে ভোট হতে পারে ধরে নিয়ে প্রস্তুতি পুরোদমে শুরু হয়ে গিয়েছে। ফার্স্ট লেভেল চেকিংয়ের কাজ শেষ হলে সেই রিপোর্ট চলে আসার পর তা কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে জানিয়ে দেওয়া হবে। কমিশন যে ভোট পরিচালনা করতে প্রস্তুত তা প্রকারান্তরে জানিয়ে দিতে চায়। তবে ভোট কবে হবে তা সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। যেহেতু মুখ্যমন্ত্রী প্রার্থী হবেন, স্বাভাবিকভাবেই এই উপনির্বাচন নিয়ে রাজ্যের সব মহলে বিশেষ আগ্রহ রয়েছে। এখন দেখার কমিশন কবে ভোটের দিনক্ষণ জানায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#EVM, #VVPAT, #Mamata Banerjee

আরো দেখুন