রাজ্য বিভাগে ফিরে যান

স্কচ অ্যাওয়ার্ড পেলো পশ্চিমবঙ্গ সরকারের ৪টি পরিকল্পনা, জানালেন মমতা

August 3, 2021 | < 1 min read

জনপরিষেবায় দুর্দান্ত কাজের সুবাদে ফের একবার জাতীয় স্তরে পুরস্কৃত মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। রাজ্য সরকারের চারটি পরিকল্পনা স্কচ অ্যাওয়ার্ড পেলো এবার।

শিল্পসাথী অনলাইন পেলো প্লাটিনাম অ্যাওয়ার্ড, e-নথিকরণ পেলো রৌপ্য অ্যাওয়ার্ড, অনলাইন গাড়ির রিনিউয়াল ব্যবস্থা পেলো স্বর্ণ অ্যাওয়ার্ড এবং গ্রামীণ এলাকায় অনলাইন ট্রেড লাইসেন্স করার ব্যবস্থা পেলো রৌপ্য অ্যাওয়ার্ড।

এর আগেও নাগরিক পরিষেবার বিভিন্ন ক্ষেত্রে ‘স্কচ অ্যাওয়ার্ড’ পেয়েছে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার (CM Mamata Banerjee)। এবার সেই মুকুটে যোগ হল আরেক পালক।

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ট্যুইট করে এই খবর ঘোষণা করেন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলিকে অভিনন্দিত করেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#SKOCH Award, #West Bengal, #Mamata Banerjee

আরো দেখুন