দেশ বিভাগে ফিরে যান

দিল্লির নির্যাতিতার পরিবারের পাশে তৃণমূল

August 4, 2021 | < 1 min read

ন’বছরের দলিত নাবালিকাকে ধর্ষণ, খুন এবং পরিবারের অনুপস্থিতিতে জ্বালিয়ে দেওয়ার ঘটনায় উত্তাল রাজধানী।

গত ১ লা আগস্ট রবিবার দিল্লির ক্যান্টনমেন্ট এলাকায় ওই দলিত নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়। অভিযোগের আঙুল ওঠে শ্মশানের প্রধান পুরোহিত রাধেশ্যাম ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে।

শুধু তাই নয়, পরিবারকে না জানিয়ে নির্যাতিতার দেহ দাহ করা হয় বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনা গত বছর উত্তরপ্রদেশে ঘটে যাওয়া হাথরস-কাণ্ডের স্মৃতিকে উস্কে দিয়েছে।

আজ নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে নঙ্গল গ্রামে গেলেন তৃণমূল কংগ্রেসের ৩ সাংসদের এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন ডঃ কাকলি ঘোষ দস্তিদার, মৌসম নুর ও শান্তা ছেত্রি।

গত ৩ রা আগস্ট এই ইস্যু নিয়ে প্রথম সরব হন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল তিনি রাজধানীর আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগে টুইট করে বলেন, ‘দেশের রাজধানীতে, একটি নয় বছরের মেয়েকে ধর্ষণ করে, জোর করে দাহ করে দেওয়া হয়েছে। এদেশের তফশিলি উপজাতির মেয়েদের প্রতিদিন যে ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়, তাতে বোঝা যায় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সত্যিই কতটা অসংবেদনশীল। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ার মুখে। সম্প্রতি যিনি দিল্লির পুলিশ কমিশনার হয়েছেন, অমিত শাহের আস্থাভাজন সেই রাকেশ আস্থানা কি এর মধ্যেই নিজের কর্তব্য পালনে ব্যর্থ হচ্ছেন? নাকি আসলে তাঁকে অন্য কোনও কাজের দায়িত্ব দিতেই আনা হয়েছে?’

TwitterFacebookWhatsAppEmailShare

#delhi, #tmc

আরো দেখুন